ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনা: নিহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
  • / ৪২৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪৫ জন নিহত হয়েছেন। উত্তর-পূর্ব লিম্পোপো প্রদেশে যাত্রীবাহী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যারিয়ারে ধাক্কা দিয়ে সেতু থেকে গভীর খাদে পড়ে যায় এবং পরে এটিতে আগুন ধরে যায়। এর ফলে এই ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। তবে গুরুতর আহত অবস্থায় বেঁচে ফেরে ৮ বছর বয়সী একটি শিশু। কন্যা শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর নিউইয়র্ক টাইমস।

শুক্রবার (২৯শে মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় । এই দুর্ঘটনায় আট বছর বয়সী এক মেয়ে শিশুকে একমাত্র জীবিত উদ্ধার করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়। শিশুটি এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।

প্রতিবেদনে আরও জানা যায়, যাত্রীরা সবাই ছিলেন তীর্থযাত্রী এবং তারা বতসোয়ানার রাজধানী গ্যাবোরোন থেকে মোরিয়া শহরে ইস্টার সার্ভিসে যাচ্ছিলেন। দক্ষিণ আফ্রিকায় একটি বাস সেতু থেকে প্রায় ৫০ মিটার বা ১৬৫ ফুট গভীর খাদে পড়ে যায়। এর মধ্যে ৪৫জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। উদ্ধার তৎপরতা বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চলেছে এবং ধ্বংসস্তূপের মধ্যে নিহত কয়েকজনের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা।

দেশটির পরিবহন মন্ত্রী সিন্দিসিওয়ে চিকুঙ্গা দুর্ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং মর্মান্তিক এ দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানান। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পূর্ণ তদন্তের আশ্বাস দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনা: নিহত ৪৫

আপডেট সময় : ০২:৪৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪৫ জন নিহত হয়েছেন। উত্তর-পূর্ব লিম্পোপো প্রদেশে যাত্রীবাহী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যারিয়ারে ধাক্কা দিয়ে সেতু থেকে গভীর খাদে পড়ে যায় এবং পরে এটিতে আগুন ধরে যায়। এর ফলে এই ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। তবে গুরুতর আহত অবস্থায় বেঁচে ফেরে ৮ বছর বয়সী একটি শিশু। কন্যা শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর নিউইয়র্ক টাইমস।

শুক্রবার (২৯শে মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় । এই দুর্ঘটনায় আট বছর বয়সী এক মেয়ে শিশুকে একমাত্র জীবিত উদ্ধার করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়। শিশুটি এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।

প্রতিবেদনে আরও জানা যায়, যাত্রীরা সবাই ছিলেন তীর্থযাত্রী এবং তারা বতসোয়ানার রাজধানী গ্যাবোরোন থেকে মোরিয়া শহরে ইস্টার সার্ভিসে যাচ্ছিলেন। দক্ষিণ আফ্রিকায় একটি বাস সেতু থেকে প্রায় ৫০ মিটার বা ১৬৫ ফুট গভীর খাদে পড়ে যায়। এর মধ্যে ৪৫জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। উদ্ধার তৎপরতা বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চলেছে এবং ধ্বংসস্তূপের মধ্যে নিহত কয়েকজনের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা।

দেশটির পরিবহন মন্ত্রী সিন্দিসিওয়ে চিকুঙ্গা দুর্ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং মর্মান্তিক এ দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানান। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পূর্ণ তদন্তের আশ্বাস দেন তিনি।