ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
গাজীপুরের জয়দেবপুরে গাড়ি পোড়ানোর মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৬০ জনকে খালাস দিয়েছেন আদালত :::: অর্জনকে নস্যাৎ করতে পতিত স্বৈরাচার পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করছে, ঐক্য ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে : মির্জা ফখরুল :::: সুপ্রিম কোর্ট ও দেশের জেলা আদালতগুলোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টিতে প্রধান বিচারপতির উদ্বেগ প্রকাশ :::: চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় ১ হাজার ৪৭৬ জনকে আসামি করে তিনটি মামলা

রাজার সফরসঙ্গী হয়ে ভুটান গেলেন তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:০০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
  • / ৪১১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে চার দিনের সফর শেষে দেশে ফিরে গেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। বৃহস্পতিবার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন শেষে ভুরুঙ্গামারীতে অবস্থিত সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারত হয়ে ভুটানে ফিরে গেছেন রাজা। এসময় তিন তাঁর সফরসঙ্গী হয়ে ভুটান গেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

শুক্রবার (২৯ মার্চ) সকালে গেলেফু সিটি থেকে ভুটানের রাজার সঙ্গে বিমানযোগে ভুটানের পারো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তথ্য প্রতিমন্ত্রী। বিমানবন্দরে ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক ও বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে স্বাগত জানান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শিবনাথ রায়।

পরে পারো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভুটানের রাজধানী থিম্পুতে যান ভুটানের রাজা এবং বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। ভুটান সফর শেষে রোববার (৩১ মার্চ) দুপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনকালে ভুটানের রাজার কাছে এর বিভিন্ন দিক উপস্থাপন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মাদ সাইদুল আরীফ। এসময় তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে, বাংলাদেশ অথনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজা’র নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন জানান, অর্থনৈতিক অঞ্চলের জন্য জায়গা নির্বাচনে সন্তোষ প্রকাশ করেছেন ভুটানের রাজা। এসময় দুই দেশের যৌথ সমীক্ষা শেষে দ্রুত কাজ শুরু করার কথাও জানিয়েছেন রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ।

নিউজটি শেয়ার করুন

রাজার সফরসঙ্গী হয়ে ভুটান গেলেন তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৩:০০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

বাংলাদেশে চার দিনের সফর শেষে দেশে ফিরে গেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। বৃহস্পতিবার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন শেষে ভুরুঙ্গামারীতে অবস্থিত সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারত হয়ে ভুটানে ফিরে গেছেন রাজা। এসময় তিন তাঁর সফরসঙ্গী হয়ে ভুটান গেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

শুক্রবার (২৯ মার্চ) সকালে গেলেফু সিটি থেকে ভুটানের রাজার সঙ্গে বিমানযোগে ভুটানের পারো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তথ্য প্রতিমন্ত্রী। বিমানবন্দরে ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক ও বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে স্বাগত জানান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শিবনাথ রায়।

পরে পারো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভুটানের রাজধানী থিম্পুতে যান ভুটানের রাজা এবং বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। ভুটান সফর শেষে রোববার (৩১ মার্চ) দুপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনকালে ভুটানের রাজার কাছে এর বিভিন্ন দিক উপস্থাপন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মাদ সাইদুল আরীফ। এসময় তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে, বাংলাদেশ অথনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজা’র নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন জানান, অর্থনৈতিক অঞ্চলের জন্য জায়গা নির্বাচনে সন্তোষ প্রকাশ করেছেন ভুটানের রাজা। এসময় দুই দেশের যৌথ সমীক্ষা শেষে দ্রুত কাজ শুরু করার কথাও জানিয়েছেন রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ।