সিরিয়ায় ইসরায়েলের হামলায় নিহত ৩৬
- আপডেট সময় : ০২:৩৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
- / ৪০২ বার পড়া হয়েছে
সিরিয়ার আলেপ্পো প্রদেশে ইসরায়েলের হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।
পর্যবেক্ষক সংস্থাটির তথ্য অনুযায়ী, ওই এলাকাতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অস্ত্রের গুদাম রয়েছে। হিজবুল্লার অধীনে থাকা একটি রকেট ডিপোর কাছে এই হামলা চালানো হয়।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, স্থানীয় সময় গতকাল রাত আনুমানিক পৌনে দুইটায় ইসরায়েলি বাহিনী আলেপ্পোর দক্ষিণাঞ্চলে বিমান হামলা শুরু করে। হামলায় বেসামরিক মানুষ ও সামরিক কর্মী হতাহত হয়েছে।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করতে সম্মত হয়নি। বিদেশি মিডিয়ার প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করবে না বলে জানিয়েছে তারা।
এর আগে সিরিয়ায় বিমান হামলায় ১৩ জন নিহত হন। তাদের মধ্যে একজন আইআরজিসির কমান্ডারসহ ইরানপন্থি অন্তত ৯ জন যোদ্ধা ছিলেন। গত মঙ্গলবার সিরিয়ার পূর্বাঞ্চলে ওই হামলা চালানো হয়।