ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইসরায়েলকে নতুন অস্ত্র সহায়তা দিচ্ছে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪২:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
  • / ৪১৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজায় হামলা চালাতে ইসরায়েলকে নতুন করে অস্ত্র সহায়তা দিচ্ছে আমেরিকা। এই নতুন অস্ত্রের প্যাকেজে ২ হাজার পাউন্ডের বেশি বোমা ও ২৫টি এফ-থার্টি ফাইভ/এ যুদ্ধবিমান সরবরাহের অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন।

শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। তবে. অস্ত্র সরবরাহের বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউজ এবং ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস।

এদিকে, গাজা সিটির একটি স্পোর্টস সেন্টারে ইসরায়েলি হামলায় ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। সেখানকার একটি পুলিশ স্টেশনে তাদের হামলায় ১৭ জন নিহত হয়েছে। খান ইউনিসে ইসরায়েলি হামলায় শিশুসহ ২২ জন নিহত হয়েছে।

গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এপর্যন্ত ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের ২৬ জন স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে, গাজার উত্তরাঞ্চলে বিমান দিয়ে ত্রাণ দেয়ার সময় ২৬ বান্ডেল ত্রাণ সাগরে পড়ে গেছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

উল্লেখ্য, গাজায় গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। আহত হয়েছেন প্রায় ৭৫ হাজার মানুষ। এছাড়া গাজার ২৩ লাখ বাসিন্দার অধিকাংশই বাস্তুচ্যূত।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলকে নতুন অস্ত্র সহায়তা দিচ্ছে আমেরিকা

আপডেট সময় : ০২:৪২:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪

গাজায় হামলা চালাতে ইসরায়েলকে নতুন করে অস্ত্র সহায়তা দিচ্ছে আমেরিকা। এই নতুন অস্ত্রের প্যাকেজে ২ হাজার পাউন্ডের বেশি বোমা ও ২৫টি এফ-থার্টি ফাইভ/এ যুদ্ধবিমান সরবরাহের অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন।

শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। তবে. অস্ত্র সরবরাহের বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউজ এবং ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস।

এদিকে, গাজা সিটির একটি স্পোর্টস সেন্টারে ইসরায়েলি হামলায় ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। সেখানকার একটি পুলিশ স্টেশনে তাদের হামলায় ১৭ জন নিহত হয়েছে। খান ইউনিসে ইসরায়েলি হামলায় শিশুসহ ২২ জন নিহত হয়েছে।

গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এপর্যন্ত ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের ২৬ জন স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে, গাজার উত্তরাঞ্চলে বিমান দিয়ে ত্রাণ দেয়ার সময় ২৬ বান্ডেল ত্রাণ সাগরে পড়ে গেছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

উল্লেখ্য, গাজায় গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। আহত হয়েছেন প্রায় ৭৫ হাজার মানুষ। এছাড়া গাজার ২৩ লাখ বাসিন্দার অধিকাংশই বাস্তুচ্যূত।