প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি অভিযোগ জানিয়েছে, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরাইলি সামরিক বাহিনী তাদের ২৬ জন কর্মীকে হত্যা করেছে। যাদের মধ্যে ১৫ জন সদস্য সক্রিয়ভাবে চিকিৎসাসেবা দেওয়ার দায়িত্ব পালন করার সময় ইসরাইলি বাহিনীর হামলার শিকার হন।
গত ৭ই অক্টোবর গাজায় হামলা শুরুর পর থেকে হাসপাতালগুলোকে লক্ষবস্তুতে পরিণত করে ইসরাইল। ইসরাইলের দাবি হাসপাতালগুলোকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে হামাস গোষ্ঠী। তবে শুরু থেকেই হামাস ও হাসপাতাল কর্তৃপক্ষ এমন অভিযোগ অস্বীকার করে আসছে। তবুও থামেনি ইসরাইলি বাহিনীর বর্বর হামলা ও অভিযান।
ইসরাইলি সাজোয়া ট্যাংক ও বোমা দিয়ে গুড়িয়ে দেয়া হয় বহু হাসপাতাল। হাসপাতালগুলো ঘিরে ফেলে বুলডোজার দিয়ে চালানো হয় অভিযান। এমতাবস্থায় রোগী, চিকিৎসক ও আশ্রয় নেয়া অসংখ্য মানুষ আটকা পড়ে। অনেকে পালিয়ে গেলেও বহু মানুষকে বের করে আনা সম্ভব হয়নি।
প্রায় ছয় মাস ধরে চলা ইসরাইলি হামলায় অন্তত ৩২ হাজার ৬২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত কমপক্ষে ৭৫ হাজার ৯২ জন।