অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম খেলায় আগামীকাল রাজধানীর মিরপুরে মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের হতাশা ভুলে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে চাইছে বাংলাদেশের মেয়েরা। শক্তি, সামর্থ্যের বিবেচনায় অস্ট্রেলিয়া এগিয়ে থাকলেও নিজেদের সেরাটা খেলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চান নিগার সুলতানা জ্যোতিরা।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি জানান টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজ গুরুত্বপূর্ণ। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২ টায়।
অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ক্রিকেট খেলায় রবিবার মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। তার আগে শনিবার রাজধানীর মিরপুরে ট্রফি উম্মোচন অনুষ্ঠানে যোগ দেন দুই দলের অধিনায়ক অ্যালিসা হিলি ও নিগার সুলতানা জ্যোতি।
শক্তি, সামর্থ্য ও পরিসংখ্যান বিচারে এগিয়ে আস্ট্রেলিয়া নারী দল। তবে সেটি নিয়ে ভাবতে চায় না বাংলাদেশ। সবশেষ দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান নারী দলের বিপক্ষে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছিলো বাংলাদেশের মেয়েরা। যা বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে নিগার সুলতানা জ্যোতিদের। ওয়ানডে সিরিজের ব্যার্থতা ভুলে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে চাইছে স্বাগতিকরা।
অন্যদিকে, ওয়ানডে সিরিজ জিতে অনেকটা ফুরফুরে মেজাজে অস্ট্রেলিয়া নারী দল। নেট প্র্যাক্টিসে দেখা গিয়েছে তারই ছাপ। সিরিজ জয়ের পাশাপাশি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি সেরে নিতে চায় অস্ট্রেলিয়া।
এর আগে বিশ্বকাপে টি-টোয়েন্টি ম্যাচে দুইবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী দল। দুটি খেলাতেই জিতেছে অস্ট্রেলিয়া।