Dhaka ১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

‘জিয়াউর রহমানের নাম মুছে ফেলার ষড়যন্ত্র চলছে’

সরকার জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৩১ মার্চ) রাজধানীর লেডিসক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, আজকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে ষড়যন্ত্র চলছে। শুধু তাই নয়, জিয়াউর রহমানের বিষয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এটার বিরুদ্ধে দাঁড়াতে হবে। জিয়াউর রহমানের অবদান তুলে ধরে তা প্রচার করতে হবে। তার সম্পর্কে বিভিন্ন তথ্য সম্বলিত পুস্তক নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।

তিনি বলেন, আজকে দেশে উন্নয়নের গান গায় সরকার। এই উন্নয়ন তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন। তিনি তো স্বল্প সময়ে উন্নয়নের বিপ্লব ঘটিয়েছিলেন।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যিনি গণতন্ত্রের জন্য সারাটা জীবন উসর্গ করেছেন। এখনও বন্দি অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তার জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে উঠেন।

ব্যারিস্টার মীর হেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে জেডআরএফের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, মীর হেলাল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, অধ্যাপক সদরুল আমিন প্রমুখ।

‘জিয়াউর রহমানের নাম মুছে ফেলার ষড়যন্ত্র চলছে’

আপডেট : ০৯:৫৮:০৯ অপরাহ্ন, রোববার, ৩১ মার্চ ২০২৪

সরকার জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৩১ মার্চ) রাজধানীর লেডিসক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, আজকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে ষড়যন্ত্র চলছে। শুধু তাই নয়, জিয়াউর রহমানের বিষয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এটার বিরুদ্ধে দাঁড়াতে হবে। জিয়াউর রহমানের অবদান তুলে ধরে তা প্রচার করতে হবে। তার সম্পর্কে বিভিন্ন তথ্য সম্বলিত পুস্তক নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।

তিনি বলেন, আজকে দেশে উন্নয়নের গান গায় সরকার। এই উন্নয়ন তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন। তিনি তো স্বল্প সময়ে উন্নয়নের বিপ্লব ঘটিয়েছিলেন।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যিনি গণতন্ত্রের জন্য সারাটা জীবন উসর্গ করেছেন। এখনও বন্দি অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তার জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে উঠেন।

ব্যারিস্টার মীর হেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে জেডআরএফের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, মীর হেলাল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, অধ্যাপক সদরুল আমিন প্রমুখ।