ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জিতেই চলেছে বার্সেলোনা, আর হেরেই চলেছে মেসিরা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
  • / ৩৯৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লা লিগার শিরোপা দৌড় থেকে এখনই সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা দেখাচ্ছে না বার্সেলোনা। এক পর্যায়ে রেয়াল মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে থাকা কাতালান ক্লাব এখন দারুণ ফর্মে। কোচ শাভি এরনান্দেস ক্লাব থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত জানানোর পর থেকেই ভালো খেলা দলটি গতকাল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে পাঁচে।

গতকাল ঘরের মাঠে লাস পালমাসকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। প্রথমার্ধেই ১০ জনের দলে পরিণত হওয়া প্রতিপক্ষের বিপক্ষেও গোল পেতে ৫৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে কাতালানদের।

দ্বিতীয়ার্ধের রাফিনিয়ার হেডে পাওয়া জয়ে ৩০ ম্যাচ শেষে এখন ৬৭ পয়েন্ট বার্সেলোনার। মাদ্রিদের পয়েন্ট ৭২, ওদিকে তিনে থাকা জিরোনা আছে ৬২ পয়েন্টে। দুই দলের হাতেই অবশ্য এক ম্যাচ আছে।

ফর্মে থাকা রবের্ত লেভানদফস্কি গোল পেয়েছিলেন কালও কিন্তু অফসাইডে বাতিল হয় সে গোল। পরে ৫৯ মিনিটে বদলি নামা জোয়াও ফেলিক্সের ক্রস থেকে বার্সা কোচকে স্বস্তি এনে দেন রাফিনিয়া।

ম্যাচের ভাগ্য অবশ্য এর বহু আগেই লেখা হয়ে গেছে। ওই রাফিনিয়াকে আটকাতে গিয়ে ফাউল করেন লিগের ১২তম দলের গোলকিপার আলভারো ভায়েস। ২৪ মিনিটে মূল গোলকিপারকে হারানো লাস পালমাসের লড়াইটা ব্যর্থ হয়েছে দ্বিতীয়ার্ধে।

লিওনেল মেসির প্রিয় ক্লাব আছে দুর্দান্ত ফর্মে, ওদিকে তাঁর বর্তমান ক্লাব হারিয়ে ফেলেছে ছন্দ। আন্তর্জাতিক বিরতির আগে মেসি চোট পাওয়ার পর থেকেই ফর্ম হারিয়ে ফেলেছে ইন্টার মায়ামি। বিরতির মাঝে নিউইয়র্ক রেড বুলসের কাছে ৪-০ গোলে উড়ে যাওয়া মায়ামি আজও জয় পায়নি। ঘরের মাঠে লুইস সুয়ারেস গোল করে এগিয়ে দিয়েছিলেন ১৪ মিনিটে। কিন্তু ২০ মিনিট পর ম্যাচে ফেরে নিউইয়র্ক সিটি।

এতে পয়েন্ট টেবিলে অবস্থানের হেরফের হয়নি মায়ামির। এখনো দুইয়ে আছে তারা। তবে তিন থেকে আটে থাকা বাকি সব দলের হাতেই ম্যাচ থাকায় তাদের সবারই সম্ভাবনা আছে মায়ামিকে টপকে যাওয়ার। শীর্ষে থাকা সিনসিনাটির হাতেও এক ম্যাচ আছে।

নিউজটি শেয়ার করুন

জিতেই চলেছে বার্সেলোনা, আর হেরেই চলেছে মেসিরা

আপডেট সময় : ১২:৪৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪

লা লিগার শিরোপা দৌড় থেকে এখনই সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা দেখাচ্ছে না বার্সেলোনা। এক পর্যায়ে রেয়াল মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে থাকা কাতালান ক্লাব এখন দারুণ ফর্মে। কোচ শাভি এরনান্দেস ক্লাব থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত জানানোর পর থেকেই ভালো খেলা দলটি গতকাল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে পাঁচে।

গতকাল ঘরের মাঠে লাস পালমাসকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। প্রথমার্ধেই ১০ জনের দলে পরিণত হওয়া প্রতিপক্ষের বিপক্ষেও গোল পেতে ৫৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে কাতালানদের।

দ্বিতীয়ার্ধের রাফিনিয়ার হেডে পাওয়া জয়ে ৩০ ম্যাচ শেষে এখন ৬৭ পয়েন্ট বার্সেলোনার। মাদ্রিদের পয়েন্ট ৭২, ওদিকে তিনে থাকা জিরোনা আছে ৬২ পয়েন্টে। দুই দলের হাতেই অবশ্য এক ম্যাচ আছে।

ফর্মে থাকা রবের্ত লেভানদফস্কি গোল পেয়েছিলেন কালও কিন্তু অফসাইডে বাতিল হয় সে গোল। পরে ৫৯ মিনিটে বদলি নামা জোয়াও ফেলিক্সের ক্রস থেকে বার্সা কোচকে স্বস্তি এনে দেন রাফিনিয়া।

ম্যাচের ভাগ্য অবশ্য এর বহু আগেই লেখা হয়ে গেছে। ওই রাফিনিয়াকে আটকাতে গিয়ে ফাউল করেন লিগের ১২তম দলের গোলকিপার আলভারো ভায়েস। ২৪ মিনিটে মূল গোলকিপারকে হারানো লাস পালমাসের লড়াইটা ব্যর্থ হয়েছে দ্বিতীয়ার্ধে।

লিওনেল মেসির প্রিয় ক্লাব আছে দুর্দান্ত ফর্মে, ওদিকে তাঁর বর্তমান ক্লাব হারিয়ে ফেলেছে ছন্দ। আন্তর্জাতিক বিরতির আগে মেসি চোট পাওয়ার পর থেকেই ফর্ম হারিয়ে ফেলেছে ইন্টার মায়ামি। বিরতির মাঝে নিউইয়র্ক রেড বুলসের কাছে ৪-০ গোলে উড়ে যাওয়া মায়ামি আজও জয় পায়নি। ঘরের মাঠে লুইস সুয়ারেস গোল করে এগিয়ে দিয়েছিলেন ১৪ মিনিটে। কিন্তু ২০ মিনিট পর ম্যাচে ফেরে নিউইয়র্ক সিটি।

এতে পয়েন্ট টেবিলে অবস্থানের হেরফের হয়নি মায়ামির। এখনো দুইয়ে আছে তারা। তবে তিন থেকে আটে থাকা বাকি সব দলের হাতেই ম্যাচ থাকায় তাদের সবারই সম্ভাবনা আছে মায়ামিকে টপকে যাওয়ার। শীর্ষে থাকা সিনসিনাটির হাতেও এক ম্যাচ আছে।