ফেনী সীমান্তে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ
- আপডেট সময় : ০২:৩৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
- / ৪১৫ বার পড়া হয়েছে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ফেনী সীমান্তে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিরুদ্ধে। আটককৃতরা হলেন- ফেনীর দাগনভূঁইয়া উপজেলার আলা উদ্দিন, নুর ইসলাম ও নোয়াখালী জেলার আবদুর রহিম।
শুক্রবার (২৯ মার্চ) বিকেলে ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশের পরশুরাম দিয়ে বের হওয়ার সময় তাদের আটক করা হয়। পরে বিএসএফ তাদের ত্রিপুরার পিআর বাড়ি রাজনগর থানায় হস্তান্তর করলে দেশটির পুলিশ তাদের রিমান্ড চায়। আদালত তাদের দুই দিনের রিমান্ড দেন।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান ও দাগনভূঁইয়া থানার ওসি আবুল হাশিম জানান, এ ব্যাপারে তারা কিছুই জানেন না।
বিজিবি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে দক্ষিণ ত্রিপুরা রাজ্যের রাজনগর পিআর বাড়ি থানার সমরেন্দ্রনগরের সীমান্তবর্তী এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল, বেশ কিছু কাগজপত্র এবং সৌদি রিয়াল জব্দ করে।
পরে তাদের বিরুদ্ধে ভারতের রাজনগর থানায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে একটি মামলা দায়ের করে পুলিশ। গতকাল শনিবার দুপুরে বিলোনিয়া আদালতে সোপর্দ করে তিন দিনের রিমান্ডের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ ব্যাপারে ফেনী ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বদরোদোজ্জা জানান, বাংলাদেশ থেকে কোনো ব্যক্তি ভারতে অনুপ্রবেশ করে গ্রেপ্তারের খবর বিজিবির জানা নাই। কেউ ভারত থেকে আসতে গ্রেপ্তার হয়েছে কিনা, তাও তিনি জানেন না।