ঢাকা ১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৪৬:১১ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
  • / ৪০২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ অভিযোগ করেছেন, লন্ডনে বসে পেইড এজেন্ট দিয়ে দেশের বিরুদ্ধে নেতিবাচক সংবাদ করাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

রোববার (৩১ মার্চ) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, ভারতীয় বিভিন্ন পণ্য ব্যবহার করেও উল্টো ভারত বিরোধীতা করছেন বিএনপি নেতারা।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ নিয়ে কোনো নেতিবাচক খবর বাইরের দেশের গণমাধ্যম যত বড় করে প্রকাশ করে তার চেয়ে কয়েকগুণ বড় করে প্রকাশ করে দেশের গণমাধ্যম। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। আন্তর্জাতিক কোনো ভুঁইফোড় সংগঠন বাংলাদেশ নিয়ে নেতিবাচক খবর করলে দেশীয় গণমাধ্যম সেটি ফলাও করে প্রচার করে।

হাছান মাহমুদ বলেন, সংবাদ অবশ্যই প্রকাশ করতে হবে। তবে খেয়াল রাখতে হবে সেটি যেন নেতিবাচক প্রভাব না ফেলে। আর দেশকে নেতিবাচকভাবে তুলে ধরার মধ্যে কোনো কৃতিত্ব নেই।

অর্থনৈতিক ক্ষেত্রে মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশ- এ দাবি করে ড. হাছান মাহমুদ জানান, জিডিপিতে বাংলাদেশের অবস্থান এখন বিশ্বে ৩৫তম।

পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, মিয়ানমারের সেনাবাহিনী ও বিজিপি সদস্যদের বাংলাদেশে পালিয়ে আসার সাথে পররাষ্ট্র নীতির কোনো সম্পর্ক নেই। তাই এ নিয়ে সরকার বিরোধীদের অভিযোগ অযৌক্তিক।

বিএন‌পি দেশের বিরুদ্ধে অপপ্রচার করছে অ‌ভিযোগ করে মন্ত্রী বলেন, তাদের দলের নেতা বিদেশে থেকে পেইড এজেন্টের মাধ্যমে দেশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালায়। আর দেশের মানুষ সেটি দেখে বিভ্রান্ত হয়। এখন আবার শুরু করেছে ভারতীয় পণ্য বর্জন। এগুলোর বিরুদ্ধে মূলধারার গণমাধ্যমকে সোচ্চার হতে হবে।

নিউজটি শেয়ার করুন

মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৯:৪৬:১১ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ অভিযোগ করেছেন, লন্ডনে বসে পেইড এজেন্ট দিয়ে দেশের বিরুদ্ধে নেতিবাচক সংবাদ করাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

রোববার (৩১ মার্চ) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, ভারতীয় বিভিন্ন পণ্য ব্যবহার করেও উল্টো ভারত বিরোধীতা করছেন বিএনপি নেতারা।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ নিয়ে কোনো নেতিবাচক খবর বাইরের দেশের গণমাধ্যম যত বড় করে প্রকাশ করে তার চেয়ে কয়েকগুণ বড় করে প্রকাশ করে দেশের গণমাধ্যম। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। আন্তর্জাতিক কোনো ভুঁইফোড় সংগঠন বাংলাদেশ নিয়ে নেতিবাচক খবর করলে দেশীয় গণমাধ্যম সেটি ফলাও করে প্রচার করে।

হাছান মাহমুদ বলেন, সংবাদ অবশ্যই প্রকাশ করতে হবে। তবে খেয়াল রাখতে হবে সেটি যেন নেতিবাচক প্রভাব না ফেলে। আর দেশকে নেতিবাচকভাবে তুলে ধরার মধ্যে কোনো কৃতিত্ব নেই।

অর্থনৈতিক ক্ষেত্রে মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশ- এ দাবি করে ড. হাছান মাহমুদ জানান, জিডিপিতে বাংলাদেশের অবস্থান এখন বিশ্বে ৩৫তম।

পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, মিয়ানমারের সেনাবাহিনী ও বিজিপি সদস্যদের বাংলাদেশে পালিয়ে আসার সাথে পররাষ্ট্র নীতির কোনো সম্পর্ক নেই। তাই এ নিয়ে সরকার বিরোধীদের অভিযোগ অযৌক্তিক।

বিএন‌পি দেশের বিরুদ্ধে অপপ্রচার করছে অ‌ভিযোগ করে মন্ত্রী বলেন, তাদের দলের নেতা বিদেশে থেকে পেইড এজেন্টের মাধ্যমে দেশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালায়। আর দেশের মানুষ সেটি দেখে বিভ্রান্ত হয়। এখন আবার শুরু করেছে ভারতীয় পণ্য বর্জন। এগুলোর বিরুদ্ধে মূলধারার গণমাধ্যমকে সোচ্চার হতে হবে।