০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ইমরান খান ও বুশরার সাজা বাতিল

তোশাখানা দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছিল দেশটির একটি আদালত। এবার সেই মামলায় দু’জনের সাজা বাতিল করেছেন আদালত। ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) সোমবার (১ এপ্রিল) এই রায় দেন। খবর পাকিস্তানি গণমাধ্যম ডনের।

প্রতিবেদনে পাকিস্তানের গণমাধ্যমটি জানিয়েছে, চলতি বছরের ৩১ জানুয়ারি তোশখানা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান এবং তার স্ত্রীকে সাজা দেওয়া হয়। রায়ে ইমরান ও বুশরাকে ১০ বছরের জন্য সরকারি পদে নিষিদ্ধ করা হয়েছিল। এছাড়া প্রত্যেককে ৭৮৭ মিলিয়ন পাকিস্তানি রুপি জরিমানা করা হয়।

তোশখানা মামলার রায়ের পরদিন ইসলামি শরিয়াহ আইন লঙ্ঘন করে বিয়ে করার অভিযোগে অভিযুক্ত হয় ইমরান ও বুশরা। সেই মামলায় সাত বছরের সাজা হয় এই দুজনের। এছাড়া সাইফার মামলায় ইমরানের পাশাপাশি তার সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকেও ১০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির বিশেষ আদালত।

ইমরান খান ও বুশরার সাজা বাতিল

আপডেট : ০৭:১১:৩১ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪

তোশাখানা দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছিল দেশটির একটি আদালত। এবার সেই মামলায় দু’জনের সাজা বাতিল করেছেন আদালত। ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) সোমবার (১ এপ্রিল) এই রায় দেন। খবর পাকিস্তানি গণমাধ্যম ডনের।

প্রতিবেদনে পাকিস্তানের গণমাধ্যমটি জানিয়েছে, চলতি বছরের ৩১ জানুয়ারি তোশখানা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান এবং তার স্ত্রীকে সাজা দেওয়া হয়। রায়ে ইমরান ও বুশরাকে ১০ বছরের জন্য সরকারি পদে নিষিদ্ধ করা হয়েছিল। এছাড়া প্রত্যেককে ৭৮৭ মিলিয়ন পাকিস্তানি রুপি জরিমানা করা হয়।

তোশখানা মামলার রায়ের পরদিন ইসলামি শরিয়াহ আইন লঙ্ঘন করে বিয়ে করার অভিযোগে অভিযুক্ত হয় ইমরান ও বুশরা। সেই মামলায় সাত বছরের সাজা হয় এই দুজনের। এছাড়া সাইফার মামলায় ইমরানের পাশাপাশি তার সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকেও ১০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির বিশেষ আদালত।