ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

একদিনের মধ্যেই পাকিস্তান ক্রিকেটে নতুন নাটক

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৬:২০ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
  • / ৪১০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তান ক্রিকেট মানেই আলোচনায় থাকা। মাঠের বাইরের নানা ঘটনায় অধিকাংশ সময়ই আলোচনায় থাকে পাকিস্তানের ক্রিকেট। বাবরকে নেতৃত্ব ফিরিয়ে দিয়ে আবারও আলোচনায় এসেছিল পিসিবি। তবে বাবরকে অধিনায়ক করার ২৪ ঘণ্টা না পেরোতেই এবার পাকিস্তান ক্রিকেটে দেখা মিলেছে নতুন নাটকের।

অধিনায়কত্ব ফিরে পাওয়ায় বাবরকে শুভেচ্ছা জানিয়েছেন শাহিন শাহ আফ্রিদি, এক বিবৃতিতে এমন খবর প্রকাশ করে পিসিবি। তবে একদিন পার না হতেই বের হয়ে আসলো ভেতরের খবর। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বলছে, বাবর আজমকে কোনো শুভেচ্ছাই জানায়নি আফ্রিদি। ওই বিবৃতি আফ্রিদি দেয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

পিসিবি কথা না বলে এমন বিবৃতি প্রকাশ করায় ক্ষুব্ধ হয়েছেন আফ্রিদি। এ ব্যাপারে নিজের অবস্থান ব্যাখ্যাও করতে চেয়েছিলেন তিনি। তবে জরুরি ভিত্তিতে কথা বলে তাকে থামিয়েছে পিসিবি। সোমবার (১ এপ্রিল) পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠক হওয়ার কথা আছে আফ্রিদির।

ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, যেভাবে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাতে আফ্রিদি খুশি নন মোটেও। তার অনুমতি ছাড়াই বক্তব্য প্রকাশ করায় ক্ষুব্ধ আফ্রিদি। স্বাভাবিকভাবেই এ ঘটনা সামনে আসার পর পাকিস্তানের ক্রিকেটে আবার তৈরি হয়েছে নতুন নাটক।

ব্যক্তিগতভাবে বাবর আজমের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে আফ্রিদির। বাজে পারফরম্যান্সের কারণে বাবরের নেতৃত্ব যখন হুমকির মুখে পড়েছিলো তখন তার প্রতি পূর্ণ সমর্থনের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন আফ্রিদি। তবে সাম্প্রতিক কর্মকাণ্ডের পর একরকম নিজেরাই ফেঁসে গেছে পিসিবি। আপাতত পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত তারা।

নিউজটি শেয়ার করুন

একদিনের মধ্যেই পাকিস্তান ক্রিকেটে নতুন নাটক

আপডেট সময় : ১২:৫৬:২০ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪

পাকিস্তান ক্রিকেট মানেই আলোচনায় থাকা। মাঠের বাইরের নানা ঘটনায় অধিকাংশ সময়ই আলোচনায় থাকে পাকিস্তানের ক্রিকেট। বাবরকে নেতৃত্ব ফিরিয়ে দিয়ে আবারও আলোচনায় এসেছিল পিসিবি। তবে বাবরকে অধিনায়ক করার ২৪ ঘণ্টা না পেরোতেই এবার পাকিস্তান ক্রিকেটে দেখা মিলেছে নতুন নাটকের।

অধিনায়কত্ব ফিরে পাওয়ায় বাবরকে শুভেচ্ছা জানিয়েছেন শাহিন শাহ আফ্রিদি, এক বিবৃতিতে এমন খবর প্রকাশ করে পিসিবি। তবে একদিন পার না হতেই বের হয়ে আসলো ভেতরের খবর। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বলছে, বাবর আজমকে কোনো শুভেচ্ছাই জানায়নি আফ্রিদি। ওই বিবৃতি আফ্রিদি দেয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

পিসিবি কথা না বলে এমন বিবৃতি প্রকাশ করায় ক্ষুব্ধ হয়েছেন আফ্রিদি। এ ব্যাপারে নিজের অবস্থান ব্যাখ্যাও করতে চেয়েছিলেন তিনি। তবে জরুরি ভিত্তিতে কথা বলে তাকে থামিয়েছে পিসিবি। সোমবার (১ এপ্রিল) পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠক হওয়ার কথা আছে আফ্রিদির।

ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, যেভাবে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাতে আফ্রিদি খুশি নন মোটেও। তার অনুমতি ছাড়াই বক্তব্য প্রকাশ করায় ক্ষুব্ধ আফ্রিদি। স্বাভাবিকভাবেই এ ঘটনা সামনে আসার পর পাকিস্তানের ক্রিকেটে আবার তৈরি হয়েছে নতুন নাটক।

ব্যক্তিগতভাবে বাবর আজমের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে আফ্রিদির। বাজে পারফরম্যান্সের কারণে বাবরের নেতৃত্ব যখন হুমকির মুখে পড়েছিলো তখন তার প্রতি পূর্ণ সমর্থনের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন আফ্রিদি। তবে সাম্প্রতিক কর্মকাণ্ডের পর একরকম নিজেরাই ফেঁসে গেছে পিসিবি। আপাতত পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত তারা।