বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজে খেলতে এসেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। মাঠের ক্রিকেটে ভালো সময়ই কাটছে নারী ক্রিকেটের বিশ্বসেরাদের। বাংলার মেয়েদের ওয়ানডেতে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছে অসিরা। তবে, মাঠের ক্রিকেটে হারলেও মাঠের বাইরে আতিথ্যে কম ছিল না বাংলাদেশের।
মিরপুরে শনিবার (৩০ মার্চ) দুই দলের সংবাদ সম্মেলন শেষে অভিনব এক আতিথ্য দেওয়া হয় অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলিকে। তার সামনে তুলে ধরা হয় ফুচকা, কাচ্চি বিরিয়ানি ও রসগোল্লা।
একে একে সেসবের বর্ণনা দিতে থাকেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ফুচকা ও কাচ্চি না খেলেও রসগোল্লা চেখে দেখেন হিলি। এরপর হিলিকে লাল জামদানি উপহার দেন জ্যোতি। সঙ্গে লাল-সবুজ চুড়ি। দুজনই চুড়ি পড়ে শব্দ করে খুনসুটিতে মেতে ওঠেন।
শাড়ি সম্পর্কে হিলিকে বোঝাতে গিয়ে জ্যোতি তাকে জানান, শাড়ি বাঙালি নারীর ঐতিহ্য। অন্যতম ভালোবাসার পোশাক। যখনই সুযোগ পায়, কোনো উৎসবে এমনকি উৎসব ছাড়াও নারীরা নিজেদের শাড়িতে সাজিয়ে নেয়।