মুস্তাফিজের সঙ্গে ধোনির রেকর্ড
- আপডেট সময় : ১২:৪৫:০১ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
- / ৪০৫ বার পড়া হয়েছে
স্বীকৃত টি-টোয়েন্টিতে পেসার মুস্তাফিজুর রহমানের ৩০০তম উইকেট উদযাপনের ম্যাচে চেন্নাই সুপার কিংসের উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনিও স্পর্শ করেছেন ৩০০ ডিসমিসাল মাইলফলক। কিন্তু রবিবার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ২০ রানে হারিয়ে জয়ে হেসেছে দিল্লি ক্যাপিটালস।
আইপিএল এর সতেরতম আসরে মুস্তাফিজের শুরুটা হয়েছিলো স্বপ্নের মতো। উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ২৯ রানে চার উইকেট নিয়ে ম্যাচসেরার পুরষ্কার জেতেন চেন্নাইয়ের বাঁ-হাতি পেসার। পরের ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে চার ওভারে ৩০ রান খরচায় শিকার ছিলো তার দুটি। দুই ম্যাচেই জয়ে হাসে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
রবিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খরুচে বোলিং করেন বাংলাদেশের পেসার। চার ওভারে ৪৭ রান দিয়ে একটি উইকেট পান। ডেভিড ওয়ার্নারকে ৫২ রানে ফিরিয়ে দিল্লির ৯৩ রানের উদ্বোধনী জুটি ভাঙ্গেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩০০ উইকেট মাইলফলক ছোঁয়ার জন্য একটা উইকেটই দরকার ছিলো মিস্টার ‘ফিজের’।
এদিন ডেভিড ওয়ার্নারের উদ্বোধনী পার্টনার পৃথ্বিশ’ এর ক্যাচ ধরে উইকেটকিপার ধোনিও ৩০০ ডিসমিসাল মাইলফলক স্পর্শ করেন। পাশাপাশি হেসেছে তার ব্যাটও। দিল্লির ৫ উইকেটে ১৯১ রানের জবাবে তার ১৬ বলে অপরাজিত ৩৭ রানে ৬ উইকেটে ১৭১ পর্যন্ত যায় চেন্নাই।