ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

১৫ এপ্রিল পর্যন্ত কারাগারে থাকতে হবে কেজরিওয়ালকে

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
  • / ৪১৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত তাঁকে কারাগারে থাকতে হবে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে গত ২১ মার্চ গ্রেপ্তার করে আর্থিক অপরাধ সংক্রান্ত ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। কেজরিওয়ালের বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন ইডির কর্মকর্তারা। এর আগে অবশ্য ইডি তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ৯ বার তলব করলেও সাড়া দেননি তিনি।

কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ, ২০২১ সালে দক্ষিণ ভারতের একটি মদ প্রস্তুতকারী কোম্পানির সঙ্গে গোপন চুক্তি করেছিলেন কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি সরকারের উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া এবং দলটির কেন্দ্রীয় নেতা সঞ্জয় সিং। চুক্তির শর্ত অনুযায়ী, দিল্লিতে ওই কোম্পানির ব্যবসার সুবিধার জন্য সরকারি মদবিক্রয় নীতিতে পরিবর্তন আনবে দিল্লির রাজ্য সরকার এবং বিনিময়ে ১০০ কোটি রুপি ঘুষ দেবে ওই কোম্পানি।

ওই অভিযোগে গত বছর মনীষ সিসোদিয়া ও সঞ্জয় সিংকে গ্রেপ্তার করে ইডি। তাদের জিজ্ঞাসাবাদে কেজরিওয়ালের নামও উঠে আসে।

এদিকে আম আদমি পার্টির (এএপি) অভিযোগ, তাদের নেতাকে একটি ‘বানোয়াট’ মামলায় মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি কেজরিওয়াল তাঁর গ্রেপ্তারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করছেন। তবে মোদি সরকার ও তাঁর দল বিজেপি রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

নিউজটি শেয়ার করুন

১৫ এপ্রিল পর্যন্ত কারাগারে থাকতে হবে কেজরিওয়ালকে

আপডেট সময় : ০৪:১৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪

ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত তাঁকে কারাগারে থাকতে হবে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে গত ২১ মার্চ গ্রেপ্তার করে আর্থিক অপরাধ সংক্রান্ত ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। কেজরিওয়ালের বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন ইডির কর্মকর্তারা। এর আগে অবশ্য ইডি তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ৯ বার তলব করলেও সাড়া দেননি তিনি।

কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ, ২০২১ সালে দক্ষিণ ভারতের একটি মদ প্রস্তুতকারী কোম্পানির সঙ্গে গোপন চুক্তি করেছিলেন কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি সরকারের উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া এবং দলটির কেন্দ্রীয় নেতা সঞ্জয় সিং। চুক্তির শর্ত অনুযায়ী, দিল্লিতে ওই কোম্পানির ব্যবসার সুবিধার জন্য সরকারি মদবিক্রয় নীতিতে পরিবর্তন আনবে দিল্লির রাজ্য সরকার এবং বিনিময়ে ১০০ কোটি রুপি ঘুষ দেবে ওই কোম্পানি।

ওই অভিযোগে গত বছর মনীষ সিসোদিয়া ও সঞ্জয় সিংকে গ্রেপ্তার করে ইডি। তাদের জিজ্ঞাসাবাদে কেজরিওয়ালের নামও উঠে আসে।

এদিকে আম আদমি পার্টির (এএপি) অভিযোগ, তাদের নেতাকে একটি ‘বানোয়াট’ মামলায় মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি কেজরিওয়াল তাঁর গ্রেপ্তারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করছেন। তবে মোদি সরকার ও তাঁর দল বিজেপি রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।