সিরিয়ায় ইরানের কনস্যুলেটে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৮
- আপডেট সময় : ০১:২৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
- / ৪১৬ বার পড়া হয়েছে
সিরিয়ায় অবস্থিত ইরানি কনস্যুলেট ভবনে ইসরায়েলি বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ডের একজন কমান্ডারসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার ইসরায়েলি বাহিনী যুদ্ধবিমান থেকে এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে আছেন রেভল্যুশনারি গার্ড বাহিনীর বিদেশি অভিযান পরিচালনা শাখা কুদস ফোর্সের এক ঊর্ধ্বতন কমান্ডার ব্রিগেডিয়ার-জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি।
গণমাধ্যমে আসা ছবিতে বহুতল ওই কনস্যুলেট ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। পশ্চিমাঞ্চলীয় মেজেহ জেলার একটি মহাসড়কে ইরানি দূতাবাসের ঠিক পাশেই রয়েছে এই কনস্যুলেট ভবন।
বিবিসি জানায়, ইসরায়েলের বিমান অধিকৃত গোলান মালভূমি থেকে কনস্যুলেট ভবনকে হামলার নিশানা করেছিল। সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের ছোড়া কিছু ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। কিন্তু অন্য আরও ক্ষেপণাস্ত্র কনস্যুলেটে আঘাত হেনে গোটা ভবনই ধসিয়ে দিয়েছে এবং ভেতরে থাকা প্রত্যেকেই হতাহত হয়েছে।
গত সপ্তাহে সিরিয়ার আরেকটি বড় হামলা চালিয়েছিল ইসরায়েল। ওই হামলায় ৫৩ জন নিহত হন। যার মধ্যে ৩৮ সিরীয় সেনা এবং হিজবুল্লাহর ৭ যোদ্ধা ছিলেন।