তুরস্কে নাইট ক্লাবে আগুন লেগে ২৯ জনের মৃত্যু
- আপডেট সময় : ১০:০০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
- / ৪২০ বার পড়া হয়েছে
তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন মানুষ। দিনের বেলায় সংস্কার কাজ চলার সময় সেখানে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় মঙ্গলবার (২ এপ্রিল) শহরের গভর্নরের কার্যালয় এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, মঙ্গলবার (২ এপ্রিল) দিনের বেলা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ওই সময় নাইট ক্লাবটি খোলা ছিল না। ইস্তাম্বুলের গায়রেত্তেপেতে অবস্থিত নাইট ক্লাবটি একটি ১৬ তলা আবাসিক ভবনের বেজমেন্টে ছিল।
ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুল জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। যারা নিহত হয়েছেন তারা সংস্কার কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে। আগুনে দগ্ধ অন্তত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইস্তাম্বুলের গভর্নর অফিস।
ফায়ার সার্ভিসের কয়েক’শ অগ্নিনির্বাপককর্মী ৩১টি গাড়ি নিয়ে ঘটনাস্থলে যান এবং কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, নাইটক্লাবের জানালা দিয়ে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা বাড়তে থাকে। কারণ আহতরাও অনেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছেন।
ইস্তাম্বুলের মেয়র ইকরিম ইমামগোলো এক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়ে বলেছেন, “যারা পরিবার-পরিজনকে হারিয়েছেন তাদের ওপর আল্লাহ দয়া করুক। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আমি।”
মেয়র ইমামগোলো জানিয়েছেন, ভবনটির নিরাপত্তা নিরূপণে এখন সেখানে কাজ চলছে।
প্রাথমিকভাবে এই অগ্নিকাণ্ডে ১৫ জনের মৃত্যুর কথা জানানো হয়। পরবর্তীতে জানানো হয় ভয়াবহ এ অগ্নি দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে কিনা এ ব্যাপারে কিছু জানানো হয়নি।