ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাজনীতির অবক্ষয় থেকে বাঁচতে আন্দোলন করছে বুয়েট শিক্ষার্থীরা: মঈন খান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৫০:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
  • / ৪১৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্তমান ছাত্র রাজনীতির যে অবক্ষয় তা থেকে বাঁচার জন্য বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বুধবার (২ এপ্রিল) সদ্য কারামুক্ত ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজেদুল মিরাজের ভাসানটেকের বাসায় তার সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মঈন খান বলেন, বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা যেখানে নিজেদের অধিকারের জন্য আন্দোলন করছেন, সেখানে জোর করে ক্যাম্পাসে ঢুকেছে ছাত্রলীগ।

স্থানীয় পর্যায়েও আওয়ামী লীগ সংঘাতের রাজনীতি ছড়িয়ে দিয়েছে মন্তব্য করে মঈন খান বলেন, শুধু উপজেলা নির্বাচন নয়, চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে দলের মধ্যে আলোচনা হচ্ছে।

বুলেটের জোরে সরকার ক্ষমতায় আছে অভিযোগ করে বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক জানান, লগি বৈঠা নয়, শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করে বিএনপি।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, ‘পৃথিবীতে অন্য কোনো দেশের বিরোধী দলের নেতাকর্মীদের নামে এত মামলা নেই, এত নির্যাতন-নিপীড়ন করা হয় না। বিরোধী দলের বিরুদ্ধে এক লাখ মামলা দেওয়া হয়েছে। এসব মামলায় ৫০ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। পৃথিবীতে তো দেশ রয়েছে ২০০টি। অনেক অত্যাচারী সরকার আছে। কোনো সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর এত মামলা দেয়নি।’

মঈন খান আরও বলেন, ‘পাকিস্তান আমলে ২২ পরিবার দেশ শোষণ করত। এখন করে ২২২ পরিবার। তারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করছে।’

বিএনপিনেতা ড. মঈন খান আরও বলেন, ‘বাংলাদেশের সাধারণ মানুষের ত্রাহী ত্রাহী অবস্থা। সারা দিন রোজা রেখে মানুষ ইফতার করতে পারে না। সরকারকে এসব প্রশ্নের জবাব দিতে হবে।’

নিউজটি শেয়ার করুন

রাজনীতির অবক্ষয় থেকে বাঁচতে আন্দোলন করছে বুয়েট শিক্ষার্থীরা: মঈন খান

আপডেট সময় : ০৪:৫০:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪

বর্তমান ছাত্র রাজনীতির যে অবক্ষয় তা থেকে বাঁচার জন্য বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বুধবার (২ এপ্রিল) সদ্য কারামুক্ত ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজেদুল মিরাজের ভাসানটেকের বাসায় তার সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মঈন খান বলেন, বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা যেখানে নিজেদের অধিকারের জন্য আন্দোলন করছেন, সেখানে জোর করে ক্যাম্পাসে ঢুকেছে ছাত্রলীগ।

স্থানীয় পর্যায়েও আওয়ামী লীগ সংঘাতের রাজনীতি ছড়িয়ে দিয়েছে মন্তব্য করে মঈন খান বলেন, শুধু উপজেলা নির্বাচন নয়, চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে দলের মধ্যে আলোচনা হচ্ছে।

বুলেটের জোরে সরকার ক্ষমতায় আছে অভিযোগ করে বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক জানান, লগি বৈঠা নয়, শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করে বিএনপি।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, ‘পৃথিবীতে অন্য কোনো দেশের বিরোধী দলের নেতাকর্মীদের নামে এত মামলা নেই, এত নির্যাতন-নিপীড়ন করা হয় না। বিরোধী দলের বিরুদ্ধে এক লাখ মামলা দেওয়া হয়েছে। এসব মামলায় ৫০ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। পৃথিবীতে তো দেশ রয়েছে ২০০টি। অনেক অত্যাচারী সরকার আছে। কোনো সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর এত মামলা দেয়নি।’

মঈন খান আরও বলেন, ‘পাকিস্তান আমলে ২২ পরিবার দেশ শোষণ করত। এখন করে ২২২ পরিবার। তারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করছে।’

বিএনপিনেতা ড. মঈন খান আরও বলেন, ‘বাংলাদেশের সাধারণ মানুষের ত্রাহী ত্রাহী অবস্থা। সারা দিন রোজা রেখে মানুষ ইফতার করতে পারে না। সরকারকে এসব প্রশ্নের জবাব দিতে হবে।’