জেল থেকে বের হয়ে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ফায়ে
- আপডেট সময় : ০৪:১৩:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
- / ৩৯৫ বার পড়া হয়েছে
কারাগার থেকে বের হওয়ার ২০ দিনের মাথায় সেনেগালের প্রেসিডেন্ট হলেন বাসিরু দিওমায়ে ফায়ে। ১২ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ম্যাকি সলকে হারিয়ে জয়ী হয়েছেন সাবেক এই কর কর্মকর্তা। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
একটি বড় সময় ধরে রাজনৈতিক অস্থিরতা পেরিয়ে গতকাল মঙ্গলবার সেনেগালের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ৪৪ বছর বয়সী ফায়ে। বিদায়ী প্রেসিডেন্ট ম্যাকি সল ১২ বছর ধরে দেশটির ক্ষমতায় ছিলেন। তিনি তৃতীয় মেয়াদেও ক্ষমতা ধরে রাখবে এমন শঙ্কার অবসান ঘটে ফায়ের শপথগ্রহণের মধ্য দিয়ে। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর বিরোধী দলীয় নেতা ওউসমানে সোনকোকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন ফায়ে।
এর আগে ২০২১ সালে ওউসমানে সোনকোকে গ্রেপ্তারের চেষ্টার জেরে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ প্রাণঘাতী সংঘাতে রূপ নেয়। সশস্ত্র ও মুখোশধারী হামলাকারীদের হাতে নিহত হন বহু মানুষ। এর পরিপ্রেক্ষিতে সে বছর মার্চ থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সেনেগালে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়। ফায়েও ছিলেন তাদের মধ্যে একজন।
দিওমায়ে ফায়ে ছিলেন বিরোধী দলীয় নেতা ওউসমানে সোনকোর সমর্থক। ২০২৩ সালের এপ্রিলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। ১১ মাস কারাগারে থাকার পর গত মাসে নির্বাচনের ঠিক আগে আরও অনেকের সঙ্গে ফায়ে ও সোনকোকে মুক্তি দেওয়া হয়।
সেনেগালে নির্বাচন হওয়ার কথা ছিল গত ফেব্রুয়ারিতে। তবে নির্বাচনী প্রচার শুরু হওয়ার কয়েক দিন আগে প্রেসিডেন্ট সল দেশটির ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচন স্থগিত করেন। দুর্নীতিবাজদেরও প্রার্থীর তালিকায় রাখার অভিযোগ তুলে ওই পদক্ষেপ নিয়েছিলেন তিনি।
পরবর্তীতে সেনেগালের সাংবিধানিক পরিষদ প্রেসিডেন্টের ওই সিদ্ধান্ত বাতিল করে নতুন নির্বাচন আয়োজনের নির্দেশ দেয়। গেল ২৪ মার্চ সেনেগালে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দেশটির ৭০ লাখ বাসিন্দার ৬৬ শতাংশ ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।