ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

১৮ কোটি টাকায় ২৫ কেজি স্বর্ণ বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
  • / ৪৫১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিলামের মাধ্যমে ২৫ কেজি স্বর্ণ বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়। আজ বুধবার (৩ এপ্রিল) নিলামের মাধ্যমে ২৫ কেজি ২৬৩ গ্রাম বা ২ হাজার ১৭০ ভরি স্বর্ণ বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। যার দাম ১৭ কোটি ৯৯ লাখ টাকা।

এর আগে ২০২২ সালের নভেম্বরে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণ বিক্রির বিষয়টি জানায় কেন্দ্রীয় ব্যাংক। তবে যে কেউ এ নিলামে অংশ নিতে পারে না। এই নিলামে অংশ নেওয়ার জন্য সনদধারী স্বর্ণ ব্যবসায়ী হতে হবে।

বিভিন্ন সময় আন্তর্জাতিক বিমানবন্দর, স্থলবন্দরসহ বিভিন্ন জায়গা থেকে অবৈধ স্বর্ণের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা এসব স্বর্ণ ব্যাংকের ভল্টে জমা করা হয়। সেইসঙ্গে দোষীদের বিরুদ্ধে আইনি বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়। মামরার রায় সরকারের অনুকূলে থাকলে এসব স্বর্ণ নিলামে বিক্রি করার সিদ্ধান্ত হয়।

২০২২ সালের হিসাব অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের অস্থায়ী খাতে ২ হাজার ৯শ’ কেজি আর স্থায়ী খাতে ১শ’ ৫৯ কেজি স্বর্ণ আছে। স্থায়ী খাত থেকে এই ২৫ কেজি স্বর্ণ বিক্রি করা হলো আজ।

নিউজটি শেয়ার করুন

১৮ কোটি টাকায় ২৫ কেজি স্বর্ণ বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় : ০৫:০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪

নিলামের মাধ্যমে ২৫ কেজি স্বর্ণ বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়। আজ বুধবার (৩ এপ্রিল) নিলামের মাধ্যমে ২৫ কেজি ২৬৩ গ্রাম বা ২ হাজার ১৭০ ভরি স্বর্ণ বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। যার দাম ১৭ কোটি ৯৯ লাখ টাকা।

এর আগে ২০২২ সালের নভেম্বরে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণ বিক্রির বিষয়টি জানায় কেন্দ্রীয় ব্যাংক। তবে যে কেউ এ নিলামে অংশ নিতে পারে না। এই নিলামে অংশ নেওয়ার জন্য সনদধারী স্বর্ণ ব্যবসায়ী হতে হবে।

বিভিন্ন সময় আন্তর্জাতিক বিমানবন্দর, স্থলবন্দরসহ বিভিন্ন জায়গা থেকে অবৈধ স্বর্ণের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা এসব স্বর্ণ ব্যাংকের ভল্টে জমা করা হয়। সেইসঙ্গে দোষীদের বিরুদ্ধে আইনি বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়। মামরার রায় সরকারের অনুকূলে থাকলে এসব স্বর্ণ নিলামে বিক্রি করার সিদ্ধান্ত হয়।

২০২২ সালের হিসাব অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের অস্থায়ী খাতে ২ হাজার ৯শ’ কেজি আর স্থায়ী খাতে ১শ’ ৫৯ কেজি স্বর্ণ আছে। স্থায়ী খাত থেকে এই ২৫ কেজি স্বর্ণ বিক্রি করা হলো আজ।