Dhaka ০৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ইসরাইলকে সমর্থনের মাশুল দিলেন বাইডেন

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের ভোট-প্রাইমারিতে গাজা যুদ্ধের প্রভাবে বড় ধাক্কা খেয়েছেন জো বাইডেন। উইসকনসিন অঙ্গরাজ্যে প্রার্থী পছন্দ না হওয়ার বার্তা দিতে ব্যালটে ‘আনইনস্ট্রাকটেড’ অংশটি বেছে নিয়েছেন প্রায় ৫০ হাজার ভোটার।

মঙ্গলবার (২ এপ্রিল) ডেমোক্রেট দলের প্রাইমারিতে বাইডেনের প্রতি অনাস্থা জানাতে দলের নিবন্ধিত ভোটাররা এই কাণ্ড ঘটান। উইসকনসিনে ‘আনকমিটেড’ ভোটকে বলা হয় ‘আনইন্সট্রাকটেড’। কোনও প্রার্থীকে অপছন্দের মতামত দিতে ব্যালটে ‘আনকমিটেড’ অংশটি রাখা হয়। গাজায় ইসরাইলের সামরিক আগ্রাসন ও হত্যাযজ্ঞ নিয়ে বাইডেন প্রশাসনের অবস্থানের প্রতিবাদে কমপক্ষে ৬০টি তৃণমূল গোষ্ঠী ও সংগঠন দুই সপ্তাহ ধরে ‘আনইনস্ট্রাকটেড’ ভোটের প্রচার চালিয়েছে।

ভোটারদের ফোন করার পাশাপাশি ব্যানার টানিয়ে, চিঠি পাঠিয়ে, বাড়ি বাড়ি ঘুরে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে প্রচার চালানো হয়। ২০ হাজার ৬৮২টি ‘আনইনস্ট্রাকটেড’ ভোটের লক্ষ্য থাকলেও এতে ভোট পড়ে ৪৭ হাজার আটশ’র বেশি। যা গণনা করা ব্যালটের আট দশমিক তিন শতাংশ।

২০২০ সালে উইসকনসিনে রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পকে ২০ হাজার ভোটে হারিয়েছিলেন জো বাইডেন। তাই আনইনস্ট্রাকটেড ভোটের এই পরিসংখ্যানটি উইসকনসিনে বাইডেনের জয়-পরাজয়ে উদ্বেগজনক বার্তা দিচ্ছে।

ইসরাইলকে সমর্থনের মাশুল দিলেন বাইডেন

আপডেট : ০১:২৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের ভোট-প্রাইমারিতে গাজা যুদ্ধের প্রভাবে বড় ধাক্কা খেয়েছেন জো বাইডেন। উইসকনসিন অঙ্গরাজ্যে প্রার্থী পছন্দ না হওয়ার বার্তা দিতে ব্যালটে ‘আনইনস্ট্রাকটেড’ অংশটি বেছে নিয়েছেন প্রায় ৫০ হাজার ভোটার।

মঙ্গলবার (২ এপ্রিল) ডেমোক্রেট দলের প্রাইমারিতে বাইডেনের প্রতি অনাস্থা জানাতে দলের নিবন্ধিত ভোটাররা এই কাণ্ড ঘটান। উইসকনসিনে ‘আনকমিটেড’ ভোটকে বলা হয় ‘আনইন্সট্রাকটেড’। কোনও প্রার্থীকে অপছন্দের মতামত দিতে ব্যালটে ‘আনকমিটেড’ অংশটি রাখা হয়। গাজায় ইসরাইলের সামরিক আগ্রাসন ও হত্যাযজ্ঞ নিয়ে বাইডেন প্রশাসনের অবস্থানের প্রতিবাদে কমপক্ষে ৬০টি তৃণমূল গোষ্ঠী ও সংগঠন দুই সপ্তাহ ধরে ‘আনইনস্ট্রাকটেড’ ভোটের প্রচার চালিয়েছে।

ভোটারদের ফোন করার পাশাপাশি ব্যানার টানিয়ে, চিঠি পাঠিয়ে, বাড়ি বাড়ি ঘুরে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে প্রচার চালানো হয়। ২০ হাজার ৬৮২টি ‘আনইনস্ট্রাকটেড’ ভোটের লক্ষ্য থাকলেও এতে ভোট পড়ে ৪৭ হাজার আটশ’র বেশি। যা গণনা করা ব্যালটের আট দশমিক তিন শতাংশ।

২০২০ সালে উইসকনসিনে রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পকে ২০ হাজার ভোটে হারিয়েছিলেন জো বাইডেন। তাই আনইনস্ট্রাকটেড ভোটের এই পরিসংখ্যানটি উইসকনসিনে বাইডেনের জয়-পরাজয়ে উদ্বেগজনক বার্তা দিচ্ছে।