মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট আরোপের বিষয়টি সরকার জানে না: কাদের
- আপডেট সময় : ০৪:৫৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
- / ৪০১ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হঠাৎ করে মেট্রোরেলের ভাড়ার ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিষয়টি সরকার জানে না।
শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজিত ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মূসক আইন ও বিধি শাখা থেকে গতকাল এক আদেশ জারি করা হয়। ওই আদেশে বলা হয়, আগামী জুলাই মাস থেকে মেট্রোরেলের টিকিটের ওপর ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বসানো হচ্ছে। ফলে জুলাই থেকে যাত্রীদের গুনতে হবে বাড়তি ভাড়া।
ভ্যাট সাধারণত ভোক্তাকেই দিতে হয়, সেজন্য মেট্রোরেলের ভাড়া ১৫ শতাংশ বাড়তে পারে। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানিকে (ডিএমটিসিএল) গতকালই চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে এনবিআর।
মেট্রোর ভাড়ার ভ্যাট বসানো প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট বসানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয় নাই। এই বিষয়ে আমি কিছুই জানি না। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।’
মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্করের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ, মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সায়ীদুর রহমান, কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক প্রমুখ।