মেসির আইকনিক জার্সি চাচ্ছেন ইয়ামাল
- আপডেট সময় : ০৫:১২:২২ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
- / ৩৯৯ বার পড়া হয়েছে
২০২১ সালে বার্সেলোনা ছেড়েছিলেন লিওনেল মেসি। এরপর পিএসজিতে দুই মৌসুম কাটিয়ে বিশ্বজয়ী কিংবদন্তি পাড়ি দিয়েছেন মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে। সেখানে পারফর্ম করে যাচ্ছেন প্রতিনিয়তই। প্রথম শিরোপা জেতার স্বাদও দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাবটিকে। আর্জেন্টাইন মহাতারকা বার্সা ছাড়ার পর তার আইকনিক ‘১০ নম্বর’ জার্সিতে থিতু হতে পারেননি ক্লাবটির কেউ। এবার সেই নম্বরটি পেতে চাচ্ছেন ‘ওয়ান্ডার কিড’ খ্যাত লামিন ইয়ামাল।
সবশেষ ‘১০ নম্বর’ জার্সিটি পরেছিলেন আনসু ফাতি। কাতালানের ডেরায় বর্তমানে নাই তিনি। লোনে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটনে খেলছেন। সে সুযোগে জার্সিটি পেতে চাচ্ছেন ইয়ামাল।
বর্তমানে ‘২৭ নম্বর’ জার্সি পরছেন ১৬ বর্ষী এই তারকা। লা মাসিয়া থেকে উঠে আসা ইয়ামাল ইতোমধ্যে নজর কেঁড়েছেন নিজের দক্ষতা দিয়ে। মূল দলে অভিষেকের পর বেশ কয়েকটি রেকর্ডও ভেঙ্গেছেন। হাঁটছেন আটবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসিকে অনুসরণ করেই। এবার মেসির আইকনিক নম্বর সংবলিত জার্সিও চাচ্ছেন।
সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যম মুন্ডো দেপোর্তিভোকে সাক্ষাৎকার দিয়েছেন ইয়ামাল। সেখানে ‘১০ নম্বর’ জার্সির প্রতি আগ্রহের কথা জানান। বলেছেন, বার্সেলোনার ‘১০ নম্বর[’ জার্সি পাওয়া যেকোনো শিশুর জন্য স্বপ্ন হবে। এই পৃথিবীতে কেউই না বলবে না, এটি এমন কিছু যা ক্লাবকে নির্ধারণ করতে হবে।’
ডায়েটের ক্ষেত্রেও মেসিকেই অনুসরণ করছেন ইয়ামাল। মেসির খাদ্য তালিকায় যা থাকতো তাকেও সেই মেন্যু নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। ইয়ামালও অনুসরণ করছেন তা। বলেছেন, ‘২০২৪ সালে প্রায় চার কিলো ওজন ও দুই সেন্টিমিটার উচ্চতা বাড়িয়েছি। আমার উচ্চতা এখন ১.৮১ মিটার। আগে বন্ধুদের সাথে যেতাম আর যা খুশি খেতাম। এখন আমি ক্লাবের পরামর্শ অনুসরণ করি। প্রচুর পানি পান করি। বেশি বেশি মাছ খাওয়ার চেষ্টা করি কারণ এটি মাংসের চেয়েও বেশি কার্যকরী।