ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নানানভাবে ঢাকা ছাড়ছে লাখ লাখ মানুষ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:২০:৩৩ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
  • / ৪৩১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। ঈদ উদযাপনে গ্রামে ফিরছেন নগরবাসী। তাইতো নগরজীবনের ব্যস্ততা গুছিয়ে স্টেশনগুলোতে ভিড় করছেন যাত্রীরা। ঈদ সামনে রেখে গত কয়েকদিন ধরে বাস, ট্রেন ও লঞ্চসহ নানানভাবে ঢাকা ছাড়ছে লাখ লাখ মানুষ। ফলে ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী।

ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে পাওয়া যাওয়ায় ঈদযাত্রায় ফিরেছে স্বস্তি। তবে বাস কাউন্টারগুলোতে এখনও সেভাবে যাত্রীচাপ নেই। আর বরাবরের মতোই বেশি ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের। তবে কঠোর অবস্থানে সরকার। করা হচ্ছে জরিমানা।

শনিবার (৬ এপ্রিল) রাজধানীর কমলাপুর রেলস্টেশন, গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল এবং সদরঘাট লঞ্চঘাট ঘুরে দেখা গেছে, সব জায়গায় যাত্রীদের ভিড় বেড়েছে।

কমলাপুরের ঢাকা রেলওয়ে স্টেশনে প্রথম দিকে কয়েকটি ট্রেন ছাড়তে দেরি হলেও পরেরগুলো যথাসময়ে ছেড়ে গেছে। তবে বিভিন্ন গন্তব্যের বাসগুলো নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে।

এবার ঈদের আগে ও পরে ছুটি থাকায় অনেকেই বাড়ি যাচ্ছেন। ঈদের ছুটি শুরু হলে স্বাভাবিকভাবেই বাস-ট্রেনসহ সবখানেই যাত্রীদের চাপ বাড়বে। এজন্য অনেকে আগেভাগেই পরিবারের সদস্যদের বাড়ি পাঠাচ্ছেন। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে অনেকেই ঢাকা ছেড়েছেন। শনিবারও অনেকে বাড়ি ফিরছেন।

কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারোয়ার বলেন, ‘সব রুটে ট্রেন যথাসময়ে যথানিয়মে ছেড়ে যাচ্ছে এবং যাত্রীরা নিরাপদে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারছে। গত তিনদিন ধরে নিরিবিচ্ছন্ন ভাবে ট্রেন চলছে।’

এদিকে ঈদযাত্রায় চট্টগ্রাম রেলস্টেশনেও মানুষের উপচে পড়া ভিড়। দিনে সাতটির বেশি ট্রেন দেশের নানা প্রান্তে যাতায়াত করছে। চলছে ঈদ স্পেশাল ট্রেনও। সকাল সাড়ে সাতটা থেকে সব ট্রেন শিডিউল মেনে চললেও ব্যতিক্রম কেবল পাহাড়িকা এক্সপ্রেস। সিলেটগামী ট্রেনটি প্রায় প্রতিদিনই ২ থেকে ৪ ঘন্টা বিলম্বে ছাড়ছে। প্রিয়জনের সাথে ঈদ করতে বাড়ির পানে যাত্রা শুরু করতে পারায় খুশি ঘরমুখো মানুষ।

খুলনাগামী বাসযাত্রী আলীফ কেয়া বলেন, আমার স্বামী ঢাকায় চাকরি করেন। তাকে রেখেই আগেভাগে ছেলেমেয়েদের নিয়ে বাড়িতে যাচ্ছি। কারণ, পরে যাত্রীর চাপ আরও বাড়বে। ঈদের ছুটি শুরু হলে তখন আমার স্বামী বাড়ি যাবে।

দুপুরে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন বিআরটিএ চেয়ারম্যান। এসময় বেশি ভাড়া নেয়ার অভিযোগে দুটি কোম্পানিকে জরিমানা করা হয়।

বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, ‘টার্মিনালগুলোতে আমাদের ফুল টাইম নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে। আমাদের মনিটরিং টিম কাজ করছে। যদি কেউ অতিরিক্ত ভাড়া দাবি করে যাত্রীরা যেন সঙ্গে সঙ্গে এখানে নিয়োজিত প্রশাসনকে জানায়।’

ট্রাফিক ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ আশরাফ ইমাম সংবাদমাধ্যমকে বলেন, শুক্রবার সকাল থেকেই সড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। সড়কের শৃঙ্খলা রক্ষায় আমরা রীতিমতো হিমশিম খাচ্ছি।

এদিকে সদরঘাট টার্মিনালে পিরোজপুরের ভাণ্ডারিয়ার যাত্রী আমিনুল ইসলামের সঙ্গে কথা হয়। পরিবার নিয়ে তিনি পুরান ঢাকায় থাকেন। তিনি বলেন, ঈদের ছুটি বেশি থাকায় আগেভাগেই স্ত্রী ও দুই সন্তানকে গ্রামের বাড়িতে রেখে আসতে যাচ্ছি।

প্রতিবছর ঈদ এলেই ঢাকা থেকে বিপুল সংখ্যক মানুষ গ্রামের বাড়িতে যায়। নাড়ির টানে বাড়ি ফেরা এসব মানুষের প্রকৃত সংখ্যা বলা কঠিন। তবে ধারণা করা হচ্ছে এবার প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বৃহত্তর ঢাকার প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়বে।

বিপুলসংখ্যক ঈদ যাত্রীর মধ্যে ৬০ শতাংশ অর্থাৎ ৯০ লাখ মানুষ সড়ক পথে যাবে। অবশিষ্ট ৪০ শতাংশ মানুষ নৌ ও রেলপথে ঢাকা ছাড়বে। নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিউজটি শেয়ার করুন

নানানভাবে ঢাকা ছাড়ছে লাখ লাখ মানুষ

আপডেট সময় : ১০:২০:৩৩ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪

ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। ঈদ উদযাপনে গ্রামে ফিরছেন নগরবাসী। তাইতো নগরজীবনের ব্যস্ততা গুছিয়ে স্টেশনগুলোতে ভিড় করছেন যাত্রীরা। ঈদ সামনে রেখে গত কয়েকদিন ধরে বাস, ট্রেন ও লঞ্চসহ নানানভাবে ঢাকা ছাড়ছে লাখ লাখ মানুষ। ফলে ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী।

ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে পাওয়া যাওয়ায় ঈদযাত্রায় ফিরেছে স্বস্তি। তবে বাস কাউন্টারগুলোতে এখনও সেভাবে যাত্রীচাপ নেই। আর বরাবরের মতোই বেশি ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের। তবে কঠোর অবস্থানে সরকার। করা হচ্ছে জরিমানা।

শনিবার (৬ এপ্রিল) রাজধানীর কমলাপুর রেলস্টেশন, গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল এবং সদরঘাট লঞ্চঘাট ঘুরে দেখা গেছে, সব জায়গায় যাত্রীদের ভিড় বেড়েছে।

কমলাপুরের ঢাকা রেলওয়ে স্টেশনে প্রথম দিকে কয়েকটি ট্রেন ছাড়তে দেরি হলেও পরেরগুলো যথাসময়ে ছেড়ে গেছে। তবে বিভিন্ন গন্তব্যের বাসগুলো নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে।

এবার ঈদের আগে ও পরে ছুটি থাকায় অনেকেই বাড়ি যাচ্ছেন। ঈদের ছুটি শুরু হলে স্বাভাবিকভাবেই বাস-ট্রেনসহ সবখানেই যাত্রীদের চাপ বাড়বে। এজন্য অনেকে আগেভাগেই পরিবারের সদস্যদের বাড়ি পাঠাচ্ছেন। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে অনেকেই ঢাকা ছেড়েছেন। শনিবারও অনেকে বাড়ি ফিরছেন।

কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারোয়ার বলেন, ‘সব রুটে ট্রেন যথাসময়ে যথানিয়মে ছেড়ে যাচ্ছে এবং যাত্রীরা নিরাপদে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারছে। গত তিনদিন ধরে নিরিবিচ্ছন্ন ভাবে ট্রেন চলছে।’

এদিকে ঈদযাত্রায় চট্টগ্রাম রেলস্টেশনেও মানুষের উপচে পড়া ভিড়। দিনে সাতটির বেশি ট্রেন দেশের নানা প্রান্তে যাতায়াত করছে। চলছে ঈদ স্পেশাল ট্রেনও। সকাল সাড়ে সাতটা থেকে সব ট্রেন শিডিউল মেনে চললেও ব্যতিক্রম কেবল পাহাড়িকা এক্সপ্রেস। সিলেটগামী ট্রেনটি প্রায় প্রতিদিনই ২ থেকে ৪ ঘন্টা বিলম্বে ছাড়ছে। প্রিয়জনের সাথে ঈদ করতে বাড়ির পানে যাত্রা শুরু করতে পারায় খুশি ঘরমুখো মানুষ।

খুলনাগামী বাসযাত্রী আলীফ কেয়া বলেন, আমার স্বামী ঢাকায় চাকরি করেন। তাকে রেখেই আগেভাগে ছেলেমেয়েদের নিয়ে বাড়িতে যাচ্ছি। কারণ, পরে যাত্রীর চাপ আরও বাড়বে। ঈদের ছুটি শুরু হলে তখন আমার স্বামী বাড়ি যাবে।

দুপুরে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন বিআরটিএ চেয়ারম্যান। এসময় বেশি ভাড়া নেয়ার অভিযোগে দুটি কোম্পানিকে জরিমানা করা হয়।

বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, ‘টার্মিনালগুলোতে আমাদের ফুল টাইম নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে। আমাদের মনিটরিং টিম কাজ করছে। যদি কেউ অতিরিক্ত ভাড়া দাবি করে যাত্রীরা যেন সঙ্গে সঙ্গে এখানে নিয়োজিত প্রশাসনকে জানায়।’

ট্রাফিক ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ আশরাফ ইমাম সংবাদমাধ্যমকে বলেন, শুক্রবার সকাল থেকেই সড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। সড়কের শৃঙ্খলা রক্ষায় আমরা রীতিমতো হিমশিম খাচ্ছি।

এদিকে সদরঘাট টার্মিনালে পিরোজপুরের ভাণ্ডারিয়ার যাত্রী আমিনুল ইসলামের সঙ্গে কথা হয়। পরিবার নিয়ে তিনি পুরান ঢাকায় থাকেন। তিনি বলেন, ঈদের ছুটি বেশি থাকায় আগেভাগেই স্ত্রী ও দুই সন্তানকে গ্রামের বাড়িতে রেখে আসতে যাচ্ছি।

প্রতিবছর ঈদ এলেই ঢাকা থেকে বিপুল সংখ্যক মানুষ গ্রামের বাড়িতে যায়। নাড়ির টানে বাড়ি ফেরা এসব মানুষের প্রকৃত সংখ্যা বলা কঠিন। তবে ধারণা করা হচ্ছে এবার প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বৃহত্তর ঢাকার প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়বে।

বিপুলসংখ্যক ঈদ যাত্রীর মধ্যে ৬০ শতাংশ অর্থাৎ ৯০ লাখ মানুষ সড়ক পথে যাবে। অবশিষ্ট ৪০ শতাংশ মানুষ নৌ ও রেলপথে ঢাকা ছাড়বে। নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।