ফিরেই মেসির গোল, জয় পায়নি মিয়ামি
- আপডেট সময় : ০১:৩৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
- / ৪০০ বার পড়া হয়েছে
চোটে পড়া লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে আগের চার ম্যাচের কোনটিতেই জয় পায়নি। চোট কাটিয়ে মেসি ফিরলেও জয় অধরাই থেকে গেছে টাটা মার্টিনোর শিষ্যদের। তবে মেসি গোল পেয়েছেন।
চেস স্টেডিয়ামে রোববার সকালে কলোরাডোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মিয়ামি। মেসিকে অল্প সময়ের জন্য হলেও খেলানো হবে- এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন মিয়ামির সহকারী কোচ হ্যাভিয়ের মোরালেস। শেষপর্যন্ত হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ফিরেছেন কিংবদন্তি।
বল দখলের লড়াইয়ে ৫৯ শতাংশ ও প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৭ শট রাখে মিয়ামি। অন্যদিকে ৪১ শতাংশ বল দখলে রেখে কলোরাডো প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নেয় ৪ শট।
দলের সেরা তারকাকে ছাড়া মাঠে নামা মিয়ামির বিপক্ষে প্রথমার্ধে বেশ ভালোই খেলে কলোরাডো। প্রথমার্ধের শেষমুহূর্তে পেনাল্টি থেকে গোল পেয়ে যায় তারা। ১-০তে পিছিয়ে বিরতিতে যায় মিয়ামি।
দ্বিতীয়ার্ধে মেসি যখন মাঠে নামেন, দল তখন পিছিয়ে। ৫৭ মিনিটে ট্রেডমার্ক শটে গোল করে সমতায় ফেরান। মেসির গোলের পর উজ্জীবিত মিয়ামির এগিয়ে যেতে সময় লাগে তিন মিনিট। ডেভিড রুইজের থেকে বল পেয়ে গোল করেন লিওনার্দো আফোনসো।
পরে বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও শেষপর্যন্ত আর বল জালে জড়াতে পারেননি মেসি। এরমধ্যে ম্যাচের শেষমুহূর্তে কোল বাসেতের গোলে সমতায় ফেরে কলোরাডো। তাতে জয়বঞ্চিত হয় মিয়ামি।
ড্রয়ের পর এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে থাকল মিয়ামি। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১২।