স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দক্ষিণ গাজায় তুমুল লড়াই চলছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের। এর মধ্যেই রোববার আইডিএফের মুখপাত্র বললেন, একটি বিগ্রেড ছাড়া দক্ষিণ গাজা থেকে সব স্থলসেনা সরিয়ে নিয়েছে ইসরায়েল।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, ঠিক কি কারণে সেনা সরিয়ে নেওয়া হলো তা জানানো হয়নি। এর মাধ্যমে দক্ষিণ গাজার রাফাহ শহরে তাদের অণুপ্রবেশের কার্যক্রম দীর্ঘায়িত করা যাবে কিনা তা স্পষ্ট নয়।
গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে মিশরে আলোচনা হওয়ার কথা। এর মধ্যেই সেনা সরানোর ঘোষণা দিল ইসরায়েল। তবে একটি বিগ্রেড রাখা হয়েছে সেখানে। ইসরায়েলের একটি বিগ্রেডে কয়েক হাজার সেনা থাকেন।
গত ছয় মাস ধরে ফিলিস্তিনের গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। অভিযানের নামে নির্বিচার হামলায় এ পর্যন্ত ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। অপরদিকে গাজায় অভিযান চালাতে গিয়ে ইসরায়েলি বাহিনীর ছয় শতাধিক সদস্য নিহত হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে অভিযানে গত রাতে আরও চার সেনা নিহত হয়েছে। নিহত সেনাদের মধ্যে একজন স্কোয়াড কমান্ডারও রয়েছে। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ৬০৪ ইসরায়েলি সেনা নিহত হলো। এর মধ্যে ২৬ অক্টোবর থেকে স্থল অভিযান শুরুর পর নিহত হয়েছে ২৬৮ জন।