ব্রাজিলের কাছে গার্মেন্টসের ডিউটি ফ্রি সুবিধা চেয়েছে বাংলাদেশ
- আপডেট সময় : ০৫:৫০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
- / ৪০৬ বার পড়া হয়েছে
ব্রাজিলের কাছে গার্মেন্টসের ডিউটি ফ্রি সুবিধা চেয়েছে বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বাংলাদেশ থেকে ওষুধ আমদানির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। এছাড়া কম দামে ব্রাজিল বাংলাদেশে গরুর মাংস রপ্তানি করতে চায় বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী।
আজ (রোববার, ৭ এপ্রিল) দুপুর সাড়ে ৩টায় রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে বৈঠক করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। ওই বৈঠকে এসব বিষয় উঠে আসে।
বৈঠক শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘ব্রাজিল ব্যবসা বাণিজ্যে গুরুত্ব দিচ্ছে। এফবিসিসিআইয়ের সঙ্গে কাল মাউরো ভিয়েরা বৈঠক করবেন। দেশটিতে আমরা গার্মেন্টসের ডিউটি ফ্রি চেয়েছি। আমাদের টার্গেট সাউথ আমেরিকার বাজার। আমরা ওষুধ শিল্প যেন রেজিষ্ট্রেশন করে রফতানি করতে পারি, বৈঠকে সেই বিষয়ে কথা হয়েছে। তারা আমাদের ওষুধ নিতেও আগ্রহী।’
দেশটি থেকে কমদামে গরুর মাংস আমদানির সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ব্রাজিল অত্যন্ত চিপ রেটে গরুর মাংস দিতে চায়। ঈদুল আযহায় লাইফ ক্যাটেল আনার বিষয়ে কথা হয়েছে।’
এর আগে আজ সকালে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসে পৌঁছান। ব্রাজিল-বাংলাদেশ দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে দুদিনের সরকারি সফরে তিনি বাংলাদেশে এসেছেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
আজ সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এর পরই দুদেশের মধ্যে কারিগরি সহযোগিতার বিষয়ে একটি চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে।
ব্রাজিল-বাংলাদেশ দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে দুদিনের এ সরকারি সফরে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মাউরো ভিয়েরার সাক্ষাৎ করার কথা রয়েছে। এর পর তিনি গাজীপুরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াাল পার্ক পরিদর্শন করবেন।
সফরকালে তিনি ব্যবসায়ী প্রতিনিধিদলসহ বাংলাদেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। সোমবার বিকাল ৩টায় ফরেন সার্ভিস একাডেমিতে বর্তমান সভাপতি হিসেবে জি২০’তে ব্রাজিলের অগ্রাধিকার ক্ষেত্রগুলোর ওপর বক্তব্য দেওয়ার কথা রয়েছে ব্রাজিল পররাষ্ট্রমন্ত্রীর।
শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই সোমবার সন্ধ্যায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ও ব্যবসায়ী প্রতিনিধিদলের সদস্যদের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করবে। একই দিন রাত ১১টা ৫৫ মিনিটে ভিয়েরার ঢাকা ত্যাগের কথা রয়েছে।