উপজেলা পরিষদ নির্বাচনেও অংশ নেবে না বিএনপি
- আপডেট সময় : ০৫:৩২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
- / ৪০৬ বার পড়া হয়েছে
আসছে উপজেলা পরিষদ নির্বাচনেও অংশ নেবে না বিএনপি। আনুষ্ঠানিক সিদ্ধান্ত না এলেও ক্ষমতাসীনদের অধীনে নির্বাচনে না যাওয়ার পক্ষেই অনড় দলটির নীতিনির্ধারকরা। তবে স্থানীয় সরকারের এই নির্বাচনে অংশ নেয়া নিয়ে কেন্দ্রীয় নেতাদের পক্ষে-বিপক্ষে মত আছে। স্থানীয় পর্যায়ের নেতাদের কেউ কেউ উপজেলা নির্বাচনে অংশ নিতে আগ্রহী।
দ্বাদশ সংসদ নির্বাচনের পর দেশের ৪৮৫ উপজেলা পরিষদে নির্বাচন করতে যাচ্ছে সরকার। প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোটগ্রহণ ৮ই মে, যার মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ১৫ই এপ্রিল। স্থানীয় সরকারের এই নির্বাচনকে ঘিরে সরকারি দল আওয়ামী লীগে প্রস্তুতি চললেও নিশ্চুপ বিএনপি। ক্ষমতাসীনদের অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার বিষয়ে অনড় দলটির কেন্দ্রীয় নেতারা। তবে, আন্দোলন সংগ্রামে তৃণমূলকে উজ্জীবিত রাখতে উপজেলা নির্বাচনে অংশ নেয়ার পক্ষে মত অনেক সিনিয়র নেতার।
যদিও দলটির নীতি নির্ধারক নেতারা বলছেন ভিন্ন কথা। আওয়ামী লীগ সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছেন না তারা। সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও উপজেলায় না যাওয়ার পক্ষেই অবস্থান হাইকমান্ডের।
নির্বাচন নয়, সরকার বিরোধী আন্দোলনের পরবর্তী কৌশল নির্ধারণে মনোযোগী হতে চান বলেও জানান বিএনপি’র নীতি নির্ধারক এই নেতা।