রোনালদোর লাল কার্ড দেখার রাতে বিদায় নিল আল নাসর
- আপডেট সময় : ০১:৩৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
- / ৪০২ বার পড়া হয়েছে
সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল হিলালের কাছে হেরে ছিটকে পড়েছে আল নাসর। দলের এমন বিদায়ের দিনে লাল কার্ড দেখলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচটিতে আল নাসরকে ২-১ গোলে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচ নির্ধারণ করে আল হিলাল।
এদিন ম্যাচের ৮৫ মিনিটের খেলা চলছিল। তখন বল সাইডলাইনের বাইরে চলে গেলে সেটি কুড়িয়ে আনতে যান আল হিলালের আলি আলবুলাইহি। ছুটে গিয়ে তাকে সুযোগ না দিয়ে বল নিয়ে নেন রোনালদো। আল হিলাল ডিফেন্ডার রোনালদোর গতি রোধ করার চেষ্টা করলে একপর্যায়ে কনুই দিয়ে তাকে আঘাত করেন পর্তুগিজ মহাতারকা। তাৎক্ষণিকভাবে মাঠে শুয়ে পড়েন আলবুলাইহি।
সে সময় রেফারিসহ দুই পক্ষের খেলোয়াড়েরা সেখানে ছুটে আসেন। বাগ্বিতণ্ডার মধ্যেই রোনালদোকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। সিদ্ধান্ত মানতে না পেরে মুষ্টি পাকিয়ে ঘুষি মারার ভঙ্গিতে রেফারির প্রতি ক্ষোভ প্রকাশ করেন আল নাসর তারকা। এরপর রেফারিকে কটাক্ষ করে আর্মব্যান্ড খুলে বেরিয়ে যান মাঠ থেকে। এদিন যথারীতি রোনালদোর কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছে আল হিলাল সমর্থকদের ‘মেসি’ ‘মেসি’ চিৎকার।
অবশ্য ম্যাচটিতে রোনালদো লাল কার্ড দেখার আগেই ২-০ গোলে পিছিয়ে যায় আল নাসর। শেষ পর্যন্ত আল নাসর ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে সুপার কাপ থেকে। শেষ দিকে সাদিও মানের গোল হারের ব্যবধানটাই শুধু কমিয়েছে। ১১ এপ্রিলের ফাইনালে আল হিলালের প্রতিপক্ষ আল ইত্তিহাদ।
রোনালদোর আল নাসর পরের ম্যাচ খেলবে ১৯ এপ্রিল। সৌদি প্রো লিগের সেই ম্যাচে আল নাসরের প্রতিপক্ষ আল ফেইহার বিপক্ষে।