ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ক্ষমতায় এলে বাইডেনকে ‘জেলের ভাত’ খাওয়াতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
  • / ৪০৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে বিচারের মুখোমুখি করতে চান রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচনে ডেমোক্র্যাট পার্টি থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও রিপাবলিকান পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রার্থিতা প্রায় নিশ্চিত। এদিকে আমেরিকার বিভিন্ন সুইং স্টেটেও শক্ত অবস্থানে আছেন ট্রাম্প।

ট্রাম্পের নির্বাচনী শিবিরের একটি ঘনিষ্ঠ সূত্র অ্যাক্সিওসকে বলেন,‘বাইডেনের বিচার বিভাগ থেকে আপনি যা কিছু দেখেছেন তা আপনি ট্রাম্পের থেকেও দেখার আশা করতে পারেন।’

ওই সূত্র জানায়, পুনরায় প্রেসিডেন্ট হলে ট্রাম্প বাইডেনের বিরুদ্ধে ফেডারেল তদন্ত শুরু করতে চাইবেন এবং তাঁকে বিচারের মুখোমুখি করবেন।

বাইডেনের আমলে ট্রাম্পের বিরুদ্ধে ৮৮টি ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে। এরমধ্যে ৪০টির বেশি মামলা হচ্ছে দেশের গোপন তথ্য জালিয়াতির অভিযোগে, বাকি ৪টি নির্বাচনের ফল উল্টে দেওয়ার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে, ৩৪টি জর্জিয়ায় নির্বাচনী ফল পাল্টানোর চেষ্টার অভিযোগ ও ৩৪টি আর্থিক দুর্নীতির অভিযোগে। নিউইয়র্কে ট্রাম্পের বিরুদ্ধে দুটি দেওয়ানি মামলা রয়েছে। এরমধ্যে একটি কর ফাঁকির এবং আরকেটি যৌন নির্যাতনের। ট্রাম্পই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট যিনি গত বছর গ্রেপ্তার হয়ে ২০ মিনিট জেলে ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, ট্রাম্প নির্বাচিত হলে তাঁর বিরুদ্ধে আনা মামলাগুলো খারিজ করে দেবেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়ি থেকে আরও গোপন নথি জব্দ করার পরেও তাঁর বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি। এই নথিগুলো বাইডেন যখন আমেরিকার ভাইস-প্রেসিডেন্ট ছিলেন তখনকার।

প্রেসিডেন্ট থাকার সময় দুবার অভিশংসনের মুখে পড়েন ট্রাম্প। ট্রাম্পের বিরুদ্ধে দুটি অভিযোগের প্রথমটি ছিল—মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের সরকারের কাছে পুনঃনির্বাচিত হতে সহায়তা চেয়েছেন। আরেকটি ছিল ক্যাপিটল হিলে হামলার উস্কানি দেওয়ার অভিযোগে।

বাইডেন ক্ষমতায় আসার পর তাঁর ছেলের দুর্নীতির অভিযোগে তাকেও অভিশংসিত করার চেষ্টা করা হয়। তবে সেটি শুনানি পর্যন্ত আটকে ছিল।

নিউজটি শেয়ার করুন

ক্ষমতায় এলে বাইডেনকে ‘জেলের ভাত’ খাওয়াতে চান ট্রাম্প

আপডেট সময় : ০৩:২৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪

চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে বিচারের মুখোমুখি করতে চান রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচনে ডেমোক্র্যাট পার্টি থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও রিপাবলিকান পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রার্থিতা প্রায় নিশ্চিত। এদিকে আমেরিকার বিভিন্ন সুইং স্টেটেও শক্ত অবস্থানে আছেন ট্রাম্প।

ট্রাম্পের নির্বাচনী শিবিরের একটি ঘনিষ্ঠ সূত্র অ্যাক্সিওসকে বলেন,‘বাইডেনের বিচার বিভাগ থেকে আপনি যা কিছু দেখেছেন তা আপনি ট্রাম্পের থেকেও দেখার আশা করতে পারেন।’

ওই সূত্র জানায়, পুনরায় প্রেসিডেন্ট হলে ট্রাম্প বাইডেনের বিরুদ্ধে ফেডারেল তদন্ত শুরু করতে চাইবেন এবং তাঁকে বিচারের মুখোমুখি করবেন।

বাইডেনের আমলে ট্রাম্পের বিরুদ্ধে ৮৮টি ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে। এরমধ্যে ৪০টির বেশি মামলা হচ্ছে দেশের গোপন তথ্য জালিয়াতির অভিযোগে, বাকি ৪টি নির্বাচনের ফল উল্টে দেওয়ার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে, ৩৪টি জর্জিয়ায় নির্বাচনী ফল পাল্টানোর চেষ্টার অভিযোগ ও ৩৪টি আর্থিক দুর্নীতির অভিযোগে। নিউইয়র্কে ট্রাম্পের বিরুদ্ধে দুটি দেওয়ানি মামলা রয়েছে। এরমধ্যে একটি কর ফাঁকির এবং আরকেটি যৌন নির্যাতনের। ট্রাম্পই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট যিনি গত বছর গ্রেপ্তার হয়ে ২০ মিনিট জেলে ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, ট্রাম্প নির্বাচিত হলে তাঁর বিরুদ্ধে আনা মামলাগুলো খারিজ করে দেবেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়ি থেকে আরও গোপন নথি জব্দ করার পরেও তাঁর বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি। এই নথিগুলো বাইডেন যখন আমেরিকার ভাইস-প্রেসিডেন্ট ছিলেন তখনকার।

প্রেসিডেন্ট থাকার সময় দুবার অভিশংসনের মুখে পড়েন ট্রাম্প। ট্রাম্পের বিরুদ্ধে দুটি অভিযোগের প্রথমটি ছিল—মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের সরকারের কাছে পুনঃনির্বাচিত হতে সহায়তা চেয়েছেন। আরেকটি ছিল ক্যাপিটল হিলে হামলার উস্কানি দেওয়ার অভিযোগে।

বাইডেন ক্ষমতায় আসার পর তাঁর ছেলের দুর্নীতির অভিযোগে তাকেও অভিশংসিত করার চেষ্টা করা হয়। তবে সেটি শুনানি পর্যন্ত আটকে ছিল।