ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বাংলাদেশ সীমান্তে দুই রাখালকে বিএসএফের গুলি

লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪
  • / ৪১৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে বাংলাদেশের ভেতরে এসে দুই রাখালকে গুলি করার অভিযোগ ওঠেছে বিএসএফের বিরুদ্ধে। ওই দুই রাখাল ছাগল নিয়ে ঘাস খাওয়াতে গেলে তাদের লক্ষ্য করে গুলি বিএসএফ। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা ২টায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর খামারভাতি এলাকার ৯১৩ নম্বর মেইন পিলার সীমান্তে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী দুই বাংলাদেশি হলেন- উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে এনামুল হক (২৮) ও একই এলাকার বাবর আলীর ছেলে ইন্টু মিয়া (৩০)।

স্থানীয়রা জানান, দুপুরে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে ছাগল নিয়ে ঘাস খাওয়াতে গেলে হঠাৎ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধাওয়া দিলে দৌড়ে পালানোর চেষ্টা করেন তারা। ওই সময় বিএসএফ বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করে গুলি চালায়। তবে ওই দুই যুবক তাৎক্ষণিক সরে গেলে তাদের শরীরে কোনো গুলি লাগেনি। এ ঘটনার পর থেকেই খামারভাতি এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

চন্দ্রপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হামিদ বলেন, বাংলাদেশের অভ্যন্তরে ছাগল নিয়ে ঘাস খাওয়াতে গেলে বিএসএফ বাধা দেয়। পরে বিএসএফের ধাওয়ায় পালিয়ে আসার সময় তাদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়। এতে কেউ আহত হয়নি।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক মোফাজ্জল হোসেন বলেন, এ ঘটনায় আমরা খোঁজখবর নিচ্ছি।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ সীমান্তে দুই রাখালকে বিএসএফের গুলি

আপডেট সময় : ০৪:২১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪

লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে বাংলাদেশের ভেতরে এসে দুই রাখালকে গুলি করার অভিযোগ ওঠেছে বিএসএফের বিরুদ্ধে। ওই দুই রাখাল ছাগল নিয়ে ঘাস খাওয়াতে গেলে তাদের লক্ষ্য করে গুলি বিএসএফ। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা ২টায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর খামারভাতি এলাকার ৯১৩ নম্বর মেইন পিলার সীমান্তে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী দুই বাংলাদেশি হলেন- উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে এনামুল হক (২৮) ও একই এলাকার বাবর আলীর ছেলে ইন্টু মিয়া (৩০)।

স্থানীয়রা জানান, দুপুরে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে ছাগল নিয়ে ঘাস খাওয়াতে গেলে হঠাৎ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধাওয়া দিলে দৌড়ে পালানোর চেষ্টা করেন তারা। ওই সময় বিএসএফ বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করে গুলি চালায়। তবে ওই দুই যুবক তাৎক্ষণিক সরে গেলে তাদের শরীরে কোনো গুলি লাগেনি। এ ঘটনার পর থেকেই খামারভাতি এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

চন্দ্রপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হামিদ বলেন, বাংলাদেশের অভ্যন্তরে ছাগল নিয়ে ঘাস খাওয়াতে গেলে বিএসএফ বাধা দেয়। পরে বিএসএফের ধাওয়ায় পালিয়ে আসার সময় তাদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়। এতে কেউ আহত হয়নি।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক মোফাজ্জল হোসেন বলেন, এ ঘটনায় আমরা খোঁজখবর নিচ্ছি।