বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষের নিরানন্দ ঈদ কাটছে। সাত জানুয়ারি ভোট নিয়ে তেলেসমাতি কাণ্ড ঘটেছে সেটা নিয়ে পাশের দেশ সমর্থন দিচ্ছে আওয়ামী লীগকে। ভারতীয় পিনাকরঞ্জন চক্রবর্তীরা লর্ড ক্লাইভের ভূমিকায় আর আওয়ামী লীগ দেশের মানুষের কাছে মীর জাফরের ভুমিকায় অবতীর্ণ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বুধবার (১০ এপ্রিল) রাজধানীর শেওড়াপাড়া কাফরুল থানা বিএনপির উদ্যাগে দলের নির্যাতিত নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন ,বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলছে ১৭ বছর ধরে। নির্যাতন নিপীড়ন উপেক্ষা করে দলীয় কর্মসূচি সফল করছেন নেতাকর্মীরা। বিএনপি পরিবারের সবাই কোন না কোনভাবে নির্যাতিত। ঈদের আনন্দ তাদের কাছে বিবর্ণ।
রিজভী বলেন, গণতান্ত্রিককামী মানুষের বাড়িতে চলছে শোকের মাতম অন্যদিকে দুর্নীতি লুটপাটের টাকায় চলছে সরকারি দলের নেতাকর্মীদের চলছে উল্লাস। অভাবে হাটে গিয়ে সন্তান বিক্রি করছে বাবা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। গোটা দেশকে পরনির্ভরশীল করা হয়েছে।
আওয়ামী লীগের দুঃশাসনের কারণে শুধু বিএনপির নেতা-কর্মীরাই নয়, সাধারণ মানুষও দুর্ভোগ পোহাচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, হাসপাতালে চিকিৎসার বিল পরিশোধ করতে না পেরে বাবা তার ছেলেকে বিক্রি করে দিয়েছেন, চরম দারিদ্র্যের কারণে মা তার সন্তানকে বাজারে বিক্রি করে দিয়েছেন।