মুস্তাফিজকে টপকে যুজবেন্দ্র চাহাল
- আপডেট সময় : ০২:৩৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪
- / ৪১৪ বার পড়া হয়েছে
চেন্নাই সুপার কিংসের হয়ে এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছেন দ্য মুস্তাফিজে। প্রথম তিন ম্যাচের পর চতুর্থ ম্যাচ খেলা হয়নি তার। তবে দলের পঞ্চম ম্যাচ খেলতে নেমেই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী বনে যান। পুনরুদ্ধার করেন পার্পল ক্যাপ।
কিন্তু অবশ্য একদিন পরই সেটি আবারও খোয়ালেন। মুস্তাফিজকে টপকে চলতি আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটসংগ্রাহক যুজবেন্দ্র চাহাল।৫ ম্যাচে ১০ উইকেট শিকার করেছেন রাজস্থান রয়্যালসের এই কিংবদন্তি স্পিনার। অন্যদিকে, এক ম্যাচ কম খেলা মুস্তাফিজের নামের পাশে আছে ৯ উইকেট।
চলমান আইপিএল স্বপ্নের মতো সময় কাটছে মুস্তাফিজের। প্রথম ৩ ম্যাচে ৭ উইকেট শিকার করেছিলেন টাইগার এই পেসার। এরপর ভিসার কাজে জরুরি ভিত্তিতে দেশে ফিরে আসায় খেলতে পারেননি একটি ম্যাচ। যদিও এক ম্যাচ পর ফিরেই আবার দখল করে নিয়েছিলেন পার্পল ক্যাপ। এবার সেটি দখলে নিলেন চাহাল।
বুধবার (১০ এপ্রিল) গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচের আগে চাহালের উইকেট ছিল ৮টি। এই ম্যাচে দুটি উইকেট শিকার করেন চাহাল। বিজয় শঙ্করের পর শুভমান গিলকেও ফেরান। আর তাতে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষে উঠে আসেন তিনি।
তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন সমান ৮টি করে উইকেট নেয়া আর্শদীপ সিং ও মোহিত শর্মা। ৭ উইকেট নিয়ে পঞ্চম স্থানে আছেন খলিল আহমেদ।