ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইরানে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪
  • / ৩৯৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের হামলা ঠেকাতে প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজায় অভিযান চললেও অন্যান্য এলাকায় ইরানের হামলা ঠেকাতে প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

দক্ষিণ ইসরায়েলে একটি বিমান ঘাঁটি পরিদর্শন শেষে সাংবাদিকদের নেতানিয়াহু বলেন, যে আমাদের ক্ষতি করবে আমরাও তাদের ক্ষতি করবো। প্রতিরক্ষা এবং আক্রমণ উভয় দিক দিয়েই আমরা ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় বদ্ধপরিকর। খবর রয়টার্সের।

গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের দূতাবাসে এক হামলায় একজন জ্যেষ্ঠ ইরানী কমান্ডার এবং ১২ জন ইরানী কর্মী নিহত হওয়ার পর থেকেই ইরানের হামলার আশঙ্কা করছে ইসরায়েল। ইসরায়েল হামলার দায় স্বীকার না করলেও ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতল্লাহ খামেনি এই ঘটনার জন্য ইসরায়েলকে শাস্তি দেয়ার কথা জানিয়েছেন।

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান, আমরা আমাদের নাগরিকদের কোনো বিশেষ প্রস্তুতি নিতে না বললেও যেকোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত আছি।

নেতানিয়াহুর বক্তব্য এমন সময়ে এলো যখন মধ্য গাজায় ইসরায়েলি সৈন্য এবং যুদ্ধবিমান নিধনযজ্ঞ চালাচ্ছে। দক্ষিণ গাজার রাফাহ শহরে আক্রমণ চালানোর জন্য গাজা থেকে অধিকাংশ সৈন্যকে সরিয়ে নিয়েছে ইসরায়েল।

গাজায় যুদ্ধের পাশাপাশি লেবাননের হিজবুল্লাহর সাথেও সংঘাত চলছে ইসরায়েলের। বৃহস্পতিবার লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। ধারণা কড়া হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে হামলার সময় ইরান হিজবুল্লাহকে ব্যবহার করতে পারে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৪৫ জন আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ইরানে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

আপডেট সময় : ০১:০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪

ইরানের হামলা ঠেকাতে প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজায় অভিযান চললেও অন্যান্য এলাকায় ইরানের হামলা ঠেকাতে প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

দক্ষিণ ইসরায়েলে একটি বিমান ঘাঁটি পরিদর্শন শেষে সাংবাদিকদের নেতানিয়াহু বলেন, যে আমাদের ক্ষতি করবে আমরাও তাদের ক্ষতি করবো। প্রতিরক্ষা এবং আক্রমণ উভয় দিক দিয়েই আমরা ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় বদ্ধপরিকর। খবর রয়টার্সের।

গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের দূতাবাসে এক হামলায় একজন জ্যেষ্ঠ ইরানী কমান্ডার এবং ১২ জন ইরানী কর্মী নিহত হওয়ার পর থেকেই ইরানের হামলার আশঙ্কা করছে ইসরায়েল। ইসরায়েল হামলার দায় স্বীকার না করলেও ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতল্লাহ খামেনি এই ঘটনার জন্য ইসরায়েলকে শাস্তি দেয়ার কথা জানিয়েছেন।

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান, আমরা আমাদের নাগরিকদের কোনো বিশেষ প্রস্তুতি নিতে না বললেও যেকোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত আছি।

নেতানিয়াহুর বক্তব্য এমন সময়ে এলো যখন মধ্য গাজায় ইসরায়েলি সৈন্য এবং যুদ্ধবিমান নিধনযজ্ঞ চালাচ্ছে। দক্ষিণ গাজার রাফাহ শহরে আক্রমণ চালানোর জন্য গাজা থেকে অধিকাংশ সৈন্যকে সরিয়ে নিয়েছে ইসরায়েল।

গাজায় যুদ্ধের পাশাপাশি লেবাননের হিজবুল্লাহর সাথেও সংঘাত চলছে ইসরায়েলের। বৃহস্পতিবার লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। ধারণা কড়া হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে হামলার সময় ইরান হিজবুল্লাহকে ব্যবহার করতে পারে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৪৫ জন আহত হয়েছেন।