ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
গাজীপুরের জয়দেবপুরে গাড়ি পোড়ানোর মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৬০ জনকে খালাস দিয়েছেন আদালত :::: অর্জনকে নস্যাৎ করতে পতিত স্বৈরাচার পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করছে, ঐক্য ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে : মির্জা ফখরুল :::: সুপ্রিম কোর্ট ও দেশের জেলা আদালতগুলোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টিতে প্রধান বিচারপতির উদ্বেগ প্রকাশ :::: চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় ১ হাজার ৪৭৬ জনকে আসামি করে তিনটি মামলা

ইসরায়েলে মুহুর্মুহু রকেট নিক্ষেপ হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪
  • / ৩৯০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গতকাল শুক্রবার এ হামলা চালানো হয়। হিজবুল্লাহ জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রাম ও বেসামরিক লোকজনের ওপর বোমা হামলার প্রতিশোধ হিসেবে এ রকেটগুলো নিক্ষেপ করা হয়েছে।

গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর লেবানন থেকে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা শুরু করে হিজবুল্লাহ।

এক বিবৃতিতে হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়, শত্রুর আর্টিলারি অবস্থান লক্ষ্য করে ডজন ডজন কাতিউশা রকেট ছোড়া হয়েছে। দক্ষিণাঞ্চলের গ্রাম ও বেসামরিক লোকজনের বাড়িঘরে হামলার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, আনুমানিক ৪০টি রকেট লেবাননের ভূখণ্ড থেকে ছোড়া হয়েছে। যার মধ্যে কয়েকটি ভূপাতিত করা হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির পক্ষ থেকে বলা হয়, লেবানন সীমান্তবর্তী বেশ কয়েকটি গ্রামে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল।

বার্তা সংস্থা এএফপি জানায়, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ৩৬৩ লেবাননের নাগরিক প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই হিজবুল্লাহ যোদ্ধা। এদিকে লেবাননের সশস্ত্রগোষ্ঠীটির হামলায় ইসরায়েলে এ পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েল-লেবানন সীমান্তবর্তী হাজার হাজার বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলে মুহুর্মুহু রকেট নিক্ষেপ হিজবুল্লাহর

আপডেট সময় : ০২:২৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪

ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গতকাল শুক্রবার এ হামলা চালানো হয়। হিজবুল্লাহ জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রাম ও বেসামরিক লোকজনের ওপর বোমা হামলার প্রতিশোধ হিসেবে এ রকেটগুলো নিক্ষেপ করা হয়েছে।

গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর লেবানন থেকে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা শুরু করে হিজবুল্লাহ।

এক বিবৃতিতে হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়, শত্রুর আর্টিলারি অবস্থান লক্ষ্য করে ডজন ডজন কাতিউশা রকেট ছোড়া হয়েছে। দক্ষিণাঞ্চলের গ্রাম ও বেসামরিক লোকজনের বাড়িঘরে হামলার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, আনুমানিক ৪০টি রকেট লেবাননের ভূখণ্ড থেকে ছোড়া হয়েছে। যার মধ্যে কয়েকটি ভূপাতিত করা হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির পক্ষ থেকে বলা হয়, লেবানন সীমান্তবর্তী বেশ কয়েকটি গ্রামে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল।

বার্তা সংস্থা এএফপি জানায়, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ৩৬৩ লেবাননের নাগরিক প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই হিজবুল্লাহ যোদ্ধা। এদিকে লেবাননের সশস্ত্রগোষ্ঠীটির হামলায় ইসরায়েলে এ পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েল-লেবানন সীমান্তবর্তী হাজার হাজার বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে।