ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় পণ্যের দামে প্রভাব পড়বে না : বাণিজ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
  • / ৪০৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনায় আমাদের দেশে নিত্যপণ্যের দামে কোনো ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। মন্ত্রী বলেন, দাম যাতে না বাড়ে সে জন্য আমরা বিকল্প ব্যবস্থা ঠিক করে রাখব। পণ্যের আমদানি ও সরবরাহ চেইন ঠিক রাখার চেষ্টা করছি আমরা।

আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউর সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ। সাধারণ সম্পাদক মহি উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে ডিআরইউর নির্বাহী কমিটির সদস্যরা বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, আমাদের জন্য মধ্যপ্রাচ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকেই আমাদের জ্বালানি তেলসহ অনেক পণ্য আমদানি করতে হয়। যুদ্ধ স্থায়ী হলে আমাদের বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবতে হবে। যাতে আমাদের সাপ্লাই চেইন ঠিক রাখা যায়।

অপর এক প্রশ্নের জবাবে আহসানুল ইসলাম টিটু বলেন, ভোজ্যতেলের স্থানীয় উৎপাদন ও আমদানি পর্যায়ের ভ্যাট ছাড়ের এ মেয়াদ ১৫ এপ্রিল পর্যন্ত ছিল। মেয়াদ শেষ হওয়ায় ভ্যাট আরোপ হয়ে যাচ্ছে।

আহসানুল ইসলাম বলেন, সয়াবিন তেলের দাম সমন্বয় করা হবে। তবে সয়াবিন তেলের পূর্বের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই। ট্যারিফ কমিশন কাজ করছে। সমন্বয় করে যৌক্তিক দামে মূল্য নির্ধারণ করবে সরকার।

১৮টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাতে স্থিতিশীল থাকে সেজন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, যেকোনো পণ্যের দাম নির্ধারণে সরকার ব্যবসায়ীদের পক্ষে না বরং সাধারণ মানুষের কথা ভেবেই নির্ধারণ করবে।

আহসানুল ইসলাম বলেন, সরকার দু-এক মাসের মধ্যে টিসিবির দোকানগুলোকে স্থায়ী দোকান করার পরিকল্পনা করছে। এর মধ্যে তালিকাও হালনাগাদ করা হবে।

নিউজটি শেয়ার করুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় পণ্যের দামে প্রভাব পড়বে না : বাণিজ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৪:১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনায় আমাদের দেশে নিত্যপণ্যের দামে কোনো ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। মন্ত্রী বলেন, দাম যাতে না বাড়ে সে জন্য আমরা বিকল্প ব্যবস্থা ঠিক করে রাখব। পণ্যের আমদানি ও সরবরাহ চেইন ঠিক রাখার চেষ্টা করছি আমরা।

আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউর সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ। সাধারণ সম্পাদক মহি উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে ডিআরইউর নির্বাহী কমিটির সদস্যরা বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, আমাদের জন্য মধ্যপ্রাচ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকেই আমাদের জ্বালানি তেলসহ অনেক পণ্য আমদানি করতে হয়। যুদ্ধ স্থায়ী হলে আমাদের বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবতে হবে। যাতে আমাদের সাপ্লাই চেইন ঠিক রাখা যায়।

অপর এক প্রশ্নের জবাবে আহসানুল ইসলাম টিটু বলেন, ভোজ্যতেলের স্থানীয় উৎপাদন ও আমদানি পর্যায়ের ভ্যাট ছাড়ের এ মেয়াদ ১৫ এপ্রিল পর্যন্ত ছিল। মেয়াদ শেষ হওয়ায় ভ্যাট আরোপ হয়ে যাচ্ছে।

আহসানুল ইসলাম বলেন, সয়াবিন তেলের দাম সমন্বয় করা হবে। তবে সয়াবিন তেলের পূর্বের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই। ট্যারিফ কমিশন কাজ করছে। সমন্বয় করে যৌক্তিক দামে মূল্য নির্ধারণ করবে সরকার।

১৮টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাতে স্থিতিশীল থাকে সেজন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, যেকোনো পণ্যের দাম নির্ধারণে সরকার ব্যবসায়ীদের পক্ষে না বরং সাধারণ মানুষের কথা ভেবেই নির্ধারণ করবে।

আহসানুল ইসলাম বলেন, সরকার দু-এক মাসের মধ্যে টিসিবির দোকানগুলোকে স্থায়ী দোকান করার পরিকল্পনা করছে। এর মধ্যে তালিকাও হালনাগাদ করা হবে।