এবার ইরানের হামলার জবাব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। জাতিসংঘ ও পশ্চিমা মিত্রদেশগুলোর বাধা উপেক্ষা করেই এ সিদ্ধান্ত নিল দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভা। এদিকে ইরান আবারও সতর্ক করে দিয়েছে ইসরাইল হামলা চালালে আরও শক্তিশালী জবাব দিতে প্রস্তুত রয়েছে তেহরান। ইসরাইল পাল্টা হামলা চালালে দুই দেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন সমর বিশেষজ্ঞরা।
চলতি মাসের শুরু থেকেই উত্তপ্ত মধ্যপ্রাচ্য। সরাসরি ইসরাইলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে সিরিয়ার দামেস্কের ইরানি কনস্যুলেটে জ্যেষ্ঠ জেনারেলদের হত্যার প্রতিশোধ নিয়েছে ইরান। এবার ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। পাল্টাপাল্টি হামলায় দুই দেশে উত্তেজনা ছড়াচ্ছে।
ইরানের হামলার পরপরই যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কায় ইসরাইলকে সংযত থাকার আহ্বান জানিয়েছিল জাতিসংঘসহ বিশ্ব নেতারা। তবে তা উপেক্ষা করেই পাল্টা জবাবের সিদ্ধান্তের কথা জানালো তেল আবিব। রোববার ইরানের হামলার পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে সোমবার দু’বার বৈঠকে বসে যুদ্ধকালীন মন্ত্রিসভা। কোন সিদ্ধান্ত ছাড়াই প্রথম দফা বৈঠক শেষ হয়। তার কয়েকঘন্টা পর ডাকা দ্বিতীয় দফার বৈঠকে ইরানের হামলার জবাব দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে, ইসরাইল পাল্টা হামলা চালালে আবারও আরও বড় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি যুক্তরাষ্ট্রকেও সতর্ক করে বলেছে, ইসরাইলি প্রতিশোধকে সমর্থন দিলে পরবর্তী হামলায় যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে ইরান।
এ অবস্থায় মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে উত্তেজনা যেন আরও বেড়েছে। ইসরাইলে পাল্টা হামলা চালানোর আশঙ্কায় ইরানজুড়ে জারি রয়েছে উচ্চ সতর্কতা।