ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মধ্যপ্রাচ্য যুদ্ধ জড়ালে অর্থনৈতিক সংকটে পড়বে বিশ্ব: আইএমএফ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:২২:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
  • / ৩৯৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়ালে বিশ্ব আরেকটি অর্থনৈতিক সংকটে পড়ার শঙ্কা করছে দাতা সংস্থা আইএমএফ। সাবধানতার অংশ হিসেবে নতুন করে সংকটে থাকা দেশগুলোর কর কাঠামো ও রাজস্ব ব্যবস্থাপনা ঠিক করার পরামর্শ দিলেন সংস্থাটির শীর্ষ ব্যক্তিরা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে অর্থনৈতিক সংস্কার নিশ্চিতেরও তাগিদ দিচ্ছে আইএমএফ।

প্রথা অনুযায়ী, আইএমএফয়ের বোর্ড অব গভর্নরস এর সভায় সদস্য দেশগুলোর অর্থমন্ত্রী বা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অংশ নেন। সভায় সদস্য দেশগুলোর অর্থমন্ত্রী বা গভর্নর পদমর্যাদার প্রতিনিধিরা থাকলেও বাংলাদেশ পক্ষে যোগ দেন অর্থসচিব। যদিও এ বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমে বক্তব্য দিতে চাননি অর্থ সচিব।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে হাজির হন সংস্থাটির শীর্ষ ব্যক্তিরা। এ সময় আইএমএফ এমডি বলেন, অর্থনৈতিক সংকট এড়াতে চাইলে সংস্কার করতে হবে অর্থনৈতিক কাঠামোর।

আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক, ক্রিস্টেলিনা জর্জিয়েভা বলেন, আমরা চাই বিশ্বজুড়ে উচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হোক, জীবনযাত্রার মাম বাড়ুক, নিম্ন আয়ের দেশগুলোর আয় বাড়ুক। আইএমএফ সেক্ষেত্রে কী করতে পারে? আমরা সম্মত হয়েছি, অর্থনৈতিক নীতি সংস্কারের, মূল্যস্ফীতি কমিয়ে আনাসহ রাজস্ব আহরণের ত্রুটি কমিয়ে আনার।

এ সময় আইএমএফসি সভাপতি বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এখন অর্থনীতির জন্য বড় চিন্তার কারণ। খুবই দুঃখজনক বিষয় হলো ভূ-রাজনৈতিক সংকট বাড়ছে। কোনো সন্দেহ নেই এ কারণে অর্থনীতি আবারও সংকটে পড়বে। গরিব মানুষের স্বার্থেই সংঘাত বাদ দিয়ে সবাইকে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে।

এসময় অর্থনৈতিক উত্তরণে গতানুগতিক ব্যবস্থায় না থেকে মানবসম্পদের দক্ষতা বৃদ্ধিতে জোর দেয়ার তাগিদ দেন আইএমএফ এমডি।

নিউজটি শেয়ার করুন

মধ্যপ্রাচ্য যুদ্ধ জড়ালে অর্থনৈতিক সংকটে পড়বে বিশ্ব: আইএমএফ

আপডেট সময় : ০১:২২:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়ালে বিশ্ব আরেকটি অর্থনৈতিক সংকটে পড়ার শঙ্কা করছে দাতা সংস্থা আইএমএফ। সাবধানতার অংশ হিসেবে নতুন করে সংকটে থাকা দেশগুলোর কর কাঠামো ও রাজস্ব ব্যবস্থাপনা ঠিক করার পরামর্শ দিলেন সংস্থাটির শীর্ষ ব্যক্তিরা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে অর্থনৈতিক সংস্কার নিশ্চিতেরও তাগিদ দিচ্ছে আইএমএফ।

প্রথা অনুযায়ী, আইএমএফয়ের বোর্ড অব গভর্নরস এর সভায় সদস্য দেশগুলোর অর্থমন্ত্রী বা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অংশ নেন। সভায় সদস্য দেশগুলোর অর্থমন্ত্রী বা গভর্নর পদমর্যাদার প্রতিনিধিরা থাকলেও বাংলাদেশ পক্ষে যোগ দেন অর্থসচিব। যদিও এ বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমে বক্তব্য দিতে চাননি অর্থ সচিব।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে হাজির হন সংস্থাটির শীর্ষ ব্যক্তিরা। এ সময় আইএমএফ এমডি বলেন, অর্থনৈতিক সংকট এড়াতে চাইলে সংস্কার করতে হবে অর্থনৈতিক কাঠামোর।

আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক, ক্রিস্টেলিনা জর্জিয়েভা বলেন, আমরা চাই বিশ্বজুড়ে উচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হোক, জীবনযাত্রার মাম বাড়ুক, নিম্ন আয়ের দেশগুলোর আয় বাড়ুক। আইএমএফ সেক্ষেত্রে কী করতে পারে? আমরা সম্মত হয়েছি, অর্থনৈতিক নীতি সংস্কারের, মূল্যস্ফীতি কমিয়ে আনাসহ রাজস্ব আহরণের ত্রুটি কমিয়ে আনার।

এ সময় আইএমএফসি সভাপতি বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এখন অর্থনীতির জন্য বড় চিন্তার কারণ। খুবই দুঃখজনক বিষয় হলো ভূ-রাজনৈতিক সংকট বাড়ছে। কোনো সন্দেহ নেই এ কারণে অর্থনীতি আবারও সংকটে পড়বে। গরিব মানুষের স্বার্থেই সংঘাত বাদ দিয়ে সবাইকে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে।

এসময় অর্থনৈতিক উত্তরণে গতানুগতিক ব্যবস্থায় না থেকে মানবসম্পদের দক্ষতা বৃদ্ধিতে জোর দেয়ার তাগিদ দেন আইএমএফ এমডি।