ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেলো ১৫ সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
  • / ৪০১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৮তম মীনা মিডিয়া অ্যাওয়ার্ডসে শিশু সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেদন করার জন্য ৩ জন শিশু সাংবাদিকসহ মোট ১৫ জন বাংলাদেশি সাংবাদিককে পুরস্কৃত করেছে ইউনিসেফ। সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।

পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, শিশুদের প্রয়োজনগুলো সবার সামনে তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিশু সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তাদের অন্তর্দৃষ্টিমূলক বিশ্লেষণ, সমাজ ও নীতিনির্ধারক উভয়ের জন্য গুরুত্বপূর্ণ পথনির্দেশনা হিসেবে কাজ করে। ফলে শিশু অধিকারগুলো নিশ্চিতে কার্যকরী পদক্ষেপ নেওয়া সহজ হয়।

নয় সদস্যের একটি বিশেষজ্ঞ বিচারক প্যানেল ১২টি ক্যাটাগরিতে মনোনীত ৬৫ জনের মধ্য থেকে পুরস্কার বিজয়ীদের নির্বাচিত করেছেন। এই বিচারক প্যানেলে দেশের শীর্ষস্থানীয় সৃজনশীল লেখক, প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদমাধ্যম ব্যক্তিত্ব, ফটোগ্রাফার ও অধ্যাপকেরা রয়েছেন।

পক্ষপাক্ষতহীন বিচার কার্যক্রম নিশ্চিত করার জন্য প্রতিটি আবেদনের ক্ষেত্রে নামের পরিবর্তে নির্দিষ্ট কোড ব্যবহার করা হয়েছে। পুরষ্কার প্রাপ্তরা হলেন, আহমাদুল হাসান- প্রথম আলো। মো. সাজিদ হোসেন- প্রথম আলো। বনি আমিন-যমুনা টেলিভিশন। সবুজ মাহমুদ-ইন্ডিপেনডেন্ট টেলিভিশন। রাকিবুল হাসান তামিম-ঢাকা পোস্ট। মো. জসীম উদ্দীন-ঢাকা পোস্ট। মুসা মল্লিক- ঢাকা পোস্ট। নজরুল ইসলাম- ঢাকা পোস্ট। রবিউল আলম-ঢাকা নোট। সাধন কুমার সরকার-দৈনিক প্রতিদিনের বাংলাদেশ। শারমিন রিমা-সিভয়েস ২৪ ডটকম। উদিসা ইসলাম বাংলা ট্রিবিউন।

পুরস্কারবিজয়ী ও পুরস্কারের জন্য মনোনীত সাংবাদিকেরা যে গল্প তুলে ধরেছেন তাতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত শিশুর পরিস্থিতি, পিরিয়ডকালীন পরিষ্কার-পরিচ্ছন্নতা মেনে চলার ক্ষেত্রে কন্যাশিশুদের চ্যালেঞ্জসমূহ, পথশিশুদের অবস্থা এবং প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের গল্পসহ শিশু ও তাদের জীবনের ওপর প্রভাব বিস্তারকারী বিভিন্ন জরুরি বিষয় উঠে এসেছে।

মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস এর এই ১৮তম এই আসরে, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের প্রিন্ট, ফটো ও ভিডিও সাংবাদিকদের কাছ থেকে ১ হাজারের বেশি কাজ জমা পড়ে। গত বছর যেখানে জমা পড়েছিল ৩০০টি, সেখানে এবারের সংখ্যা তার চেয়ে প্রায় ৩ গুনেরও বেশি।

নিউজটি শেয়ার করুন

মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেলো ১৫ সাংবাদিক

আপডেট সময় : ১০:১৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪

১৮তম মীনা মিডিয়া অ্যাওয়ার্ডসে শিশু সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেদন করার জন্য ৩ জন শিশু সাংবাদিকসহ মোট ১৫ জন বাংলাদেশি সাংবাদিককে পুরস্কৃত করেছে ইউনিসেফ। সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।

পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, শিশুদের প্রয়োজনগুলো সবার সামনে তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিশু সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তাদের অন্তর্দৃষ্টিমূলক বিশ্লেষণ, সমাজ ও নীতিনির্ধারক উভয়ের জন্য গুরুত্বপূর্ণ পথনির্দেশনা হিসেবে কাজ করে। ফলে শিশু অধিকারগুলো নিশ্চিতে কার্যকরী পদক্ষেপ নেওয়া সহজ হয়।

নয় সদস্যের একটি বিশেষজ্ঞ বিচারক প্যানেল ১২টি ক্যাটাগরিতে মনোনীত ৬৫ জনের মধ্য থেকে পুরস্কার বিজয়ীদের নির্বাচিত করেছেন। এই বিচারক প্যানেলে দেশের শীর্ষস্থানীয় সৃজনশীল লেখক, প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদমাধ্যম ব্যক্তিত্ব, ফটোগ্রাফার ও অধ্যাপকেরা রয়েছেন।

পক্ষপাক্ষতহীন বিচার কার্যক্রম নিশ্চিত করার জন্য প্রতিটি আবেদনের ক্ষেত্রে নামের পরিবর্তে নির্দিষ্ট কোড ব্যবহার করা হয়েছে। পুরষ্কার প্রাপ্তরা হলেন, আহমাদুল হাসান- প্রথম আলো। মো. সাজিদ হোসেন- প্রথম আলো। বনি আমিন-যমুনা টেলিভিশন। সবুজ মাহমুদ-ইন্ডিপেনডেন্ট টেলিভিশন। রাকিবুল হাসান তামিম-ঢাকা পোস্ট। মো. জসীম উদ্দীন-ঢাকা পোস্ট। মুসা মল্লিক- ঢাকা পোস্ট। নজরুল ইসলাম- ঢাকা পোস্ট। রবিউল আলম-ঢাকা নোট। সাধন কুমার সরকার-দৈনিক প্রতিদিনের বাংলাদেশ। শারমিন রিমা-সিভয়েস ২৪ ডটকম। উদিসা ইসলাম বাংলা ট্রিবিউন।

পুরস্কারবিজয়ী ও পুরস্কারের জন্য মনোনীত সাংবাদিকেরা যে গল্প তুলে ধরেছেন তাতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত শিশুর পরিস্থিতি, পিরিয়ডকালীন পরিষ্কার-পরিচ্ছন্নতা মেনে চলার ক্ষেত্রে কন্যাশিশুদের চ্যালেঞ্জসমূহ, পথশিশুদের অবস্থা এবং প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের গল্পসহ শিশু ও তাদের জীবনের ওপর প্রভাব বিস্তারকারী বিভিন্ন জরুরি বিষয় উঠে এসেছে।

মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস এর এই ১৮তম এই আসরে, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের প্রিন্ট, ফটো ও ভিডিও সাংবাদিকদের কাছ থেকে ১ হাজারের বেশি কাজ জমা পড়ে। গত বছর যেখানে জমা পড়েছিল ৩০০টি, সেখানে এবারের সংখ্যা তার চেয়ে প্রায় ৩ গুনেরও বেশি।