ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিশ্বজুড়ে সামরিক ব্যয়ের সর্বোচ্চ রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
  • / ৩৮৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বজুড়েই বাজছে যুদ্ধের ধামামা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর ইসরায়েল ও হামাসের সংঘাত। এ ছাড়া ইসরায়েল ও ইরানের উত্তেজনা বৈশ্বিক প্রেক্ষাপটে আনছে পরিবর্তন। যুদ্ধের জেরে বিশ্বজুড়ে বেড়েছে সামরিক ব্যয় যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ২০২৩ সালে সামরিক খাতে ব্যয় পৌঁছেছে দুই দশমিক ৪ ট্রিলিয়ন মার্কিন ডলারে। যা পৃথিবীর ইতিহাসের সর্বোচ্চ। গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সম্প্রতি এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে।

সামরিক ব্যয়ে বিশ্ব কত ব্যয় করছে তা ১৯৪৯ সাল থেকে মনিটরিং করে আসছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। ২২ এপ্রিল ২০২৩ সালের সামরিক ব্যয়ের তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তারা বলছে, ২০২২ সালে বৈশ্বিক জিডিপির ২ দশমিক ২ শতাংশ ব্যয় হয়েছিল সামরিক খাতে। ২০২৩ সালে তা বেড়ে ২ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে। এর মানে দাঁড়ায় পৃথিবী নামক এই প্রতিটি মানুষ ২০২৩ সালে ৩০৬ মার্কিন ডলার ট্যাক্স দিয়েছিল সামরিক খাতে ব্যয়ে। যা স্নায়ু যুদ্ধের পর সবচেয়ে বেশি।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, বিশ্বের মোট সামরিক ব্যয়ের ৩৭ শতাংশ খরচ করে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। গত বছর দেশটি ৯১৬ বিলিয়ন ডলার খরচ করেছে তারা। যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ বেশি। তালিকায় এরপরে আছে চীন। বছরটিতে ২৯৬ বিলিয়ন ডলার সামরিক খাতে ব্যয় করেছিল তারা। যা বিশ্বের মোট ব্যয়ের ১২ শতাংশ। ১০৯ বিলিয়ন ডলার খরচ করে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। আর চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশটি ব্যয় করেছে ৮৩ দশমিক ৬ বিলিয়ন ডলার।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জেরে সামরিক জোট ন্যাটোর দেশগুলো তাদের সামরিক ব্যয় বাড়িয়েছে। ২০২২ সালের তুলনায় গত বছর ন্যাটো ব্যয় বাড়িয়েছে ১৬ শতাংশ। বছরটিতে জোটভুক্ত দেশগুলো ব্যয় করেছে ৫৮৮ বিলিয়ন ডলার। অর্থনৈতিক সংকটে থাকা সত্ত্বেও ইউক্রেন বাড়িয়েছে সামরিক ব্যয়। ২০২২ সালের তুলনায় ৫২ শতাংশ ব্যয় বাড়িয়েছে যুদ্ধে বিধ্বস্ত দেশটি। ২০২৩ সালে ৬৪ দশমিক ৮ বিলিয়ন ডলার খরচ করেছে তারা।

নিউজটি শেয়ার করুন

বিশ্বজুড়ে সামরিক ব্যয়ের সর্বোচ্চ রেকর্ড

আপডেট সময় : ১২:৪৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

বিশ্বজুড়েই বাজছে যুদ্ধের ধামামা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর ইসরায়েল ও হামাসের সংঘাত। এ ছাড়া ইসরায়েল ও ইরানের উত্তেজনা বৈশ্বিক প্রেক্ষাপটে আনছে পরিবর্তন। যুদ্ধের জেরে বিশ্বজুড়ে বেড়েছে সামরিক ব্যয় যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ২০২৩ সালে সামরিক খাতে ব্যয় পৌঁছেছে দুই দশমিক ৪ ট্রিলিয়ন মার্কিন ডলারে। যা পৃথিবীর ইতিহাসের সর্বোচ্চ। গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সম্প্রতি এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে।

সামরিক ব্যয়ে বিশ্ব কত ব্যয় করছে তা ১৯৪৯ সাল থেকে মনিটরিং করে আসছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। ২২ এপ্রিল ২০২৩ সালের সামরিক ব্যয়ের তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তারা বলছে, ২০২২ সালে বৈশ্বিক জিডিপির ২ দশমিক ২ শতাংশ ব্যয় হয়েছিল সামরিক খাতে। ২০২৩ সালে তা বেড়ে ২ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে। এর মানে দাঁড়ায় পৃথিবী নামক এই প্রতিটি মানুষ ২০২৩ সালে ৩০৬ মার্কিন ডলার ট্যাক্স দিয়েছিল সামরিক খাতে ব্যয়ে। যা স্নায়ু যুদ্ধের পর সবচেয়ে বেশি।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, বিশ্বের মোট সামরিক ব্যয়ের ৩৭ শতাংশ খরচ করে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। গত বছর দেশটি ৯১৬ বিলিয়ন ডলার খরচ করেছে তারা। যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ বেশি। তালিকায় এরপরে আছে চীন। বছরটিতে ২৯৬ বিলিয়ন ডলার সামরিক খাতে ব্যয় করেছিল তারা। যা বিশ্বের মোট ব্যয়ের ১২ শতাংশ। ১০৯ বিলিয়ন ডলার খরচ করে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। আর চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশটি ব্যয় করেছে ৮৩ দশমিক ৬ বিলিয়ন ডলার।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জেরে সামরিক জোট ন্যাটোর দেশগুলো তাদের সামরিক ব্যয় বাড়িয়েছে। ২০২২ সালের তুলনায় গত বছর ন্যাটো ব্যয় বাড়িয়েছে ১৬ শতাংশ। বছরটিতে জোটভুক্ত দেশগুলো ব্যয় করেছে ৫৮৮ বিলিয়ন ডলার। অর্থনৈতিক সংকটে থাকা সত্ত্বেও ইউক্রেন বাড়িয়েছে সামরিক ব্যয়। ২০২২ সালের তুলনায় ৫২ শতাংশ ব্যয় বাড়িয়েছে যুদ্ধে বিধ্বস্ত দেশটি। ২০২৩ সালে ৬৪ দশমিক ৮ বিলিয়ন ডলার খরচ করেছে তারা।