অফশোর ব্যাংকিং ব্যবসায় সুদ বা মুনাফার ওপর কর প্রত্যাহার করে নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সই করা এক প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, আয়কর আইন ২০২৩-এর ধারা ৭৬ এর উপ-ধারার (২) ক্ষমতাবলে এই অব্যাহতি দেয়া হয়েছে।
সেখানে উল্লেখ আছে, অন্য কোন আইনে কোন প্রকার কর অব্যাহতি দেয়া হলে সেই কর অব্যাহতি ততক্ষণ পর্যন্ত কার্যকর হবে না, যতক্ষণ পর্যন্ত না এনবিআর সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে অব্যাহতি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এটি অনুসরণের জন্য মঙ্গলবার (২৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (এফইপিডি) দেশে কার্যরত তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
অফশোর ব্যাংকিংয়ের খসড়া আইনের দফা ১৩(ক)-তে বলা হয়েছে, অফশোর ব্যাংকিং ব্যবসায় অফশোর ব্যাংকিং ইউনিট কর্তৃক অর্জিত সুদ বা মুনাফার ওপর আয়কর বা অন্য কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ কর আরোপ করা যাবে না।