রানা প্লাজায় নিহতদের স্মরণ

সাভার প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
- / ৪৩৭ বার পড়া হয়েছে

রানা প্লাজা ধসে নিহতদের স্মরণে অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠন এবং নিহতের স্বজনেরা। আজ বুধবার (২৪ শে এপ্রিল) সকালে সাভার বাজার স্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজার সামনে অস্থায়ী স্মৃতিস্তম্ভে এই শ্রদ্ধা নিবেদন করেন তারা।
শ্রদ্ধা জানাতে আসা নিহত শ্রমিকদের স্বজন ও আহত শ্রমিকরা ভবন মালিক সোহেল রানার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ-ের দাবি জানান। পাশাপাশি আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন দাবি করেন তারা।
এদিকে, যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রানা প্লাজার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।