রাশিয়ার দক্ষিণ-পশ্চিমের লিপেটস্ক অঞ্চলে জ্বালানি স্থাপনায় ইউক্রেনের ড্রোন হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ এপ্রিল) দেশটির স্মোলেনস্ক অঞ্চলের জ্বালানি সুবিধাগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।
অন্য দিকে, ইউক্রেনের খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় ছয় জন আহত হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানিয়েছে, পশ্চিমাঞ্চলের গভর্নর ভ্যাসিলি আনোখিন এক টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেন, ‘আমাদের অঞ্চলটিতে আবারও ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। সামরিক জ্বালানি এবং বিদ্যুত্সুবিধাগুলোতে শত্রুদের হামলায় স্মোলেনস্ক এবং ইয়ার্তসেভো জেলায় আগুন ছড়িয়ে পড়ে। তবে সেসব জেলার কোন কোন কারখানায় আগুন লেগেছে, তাত্ক্ষণিকভাবে তা জানা যায়নি।
রাশিয়ার দক্ষিণ-পশ্চিমের লিপেটস্ক অঞ্চলের গভর্নর ইগর আর্টামনভ টেলিগ্রামে জানিয়েছেন, একটি ড্রোন সেখানকার একটি শিল্প অঞ্চলে আঘাত হেনেছে। তবে, এতে কোনো প্রকার হতাহতের ঘটনা ঘটেনি।
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার (২৩ এপ্রিল) ভোরে চালানো এই হামলায় ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আহত হয়েছেন ছয় জন।
টেলিগ্রামে এই তথ্য জানিয়েছেন শহরটির গভর্নর ওলেহ সিনহুবভ। গভর্নরের বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার করা এই হামলায় শহরের কেন্দ্রীয় জেলায় তিনটি আবাসিক ভবন, দুটি অফিস, তিনটি অনাবাসিক ভবন এবং একটি গ্যাস পাইপলাইন ক্ষতির মুখে পড়েছে। এই ঘটনায় প্রায় ৫৬৮টি জানালা এবং ৩৩টি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছেন সিনেহুবভ।
শহরের মেয়র ইহোর তেরেখভ ইউক্রেনীয় টিভিকে জানান, দুটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়। তবে শহরের আবাসিক এলাকায় উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি রুশ সূত্রের বরাত দিয়ে বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, তাদের করা এই হামলাটি খারকিভের সেনা কোয়ার্টারে আঘাত হানে। সেখানে ইউক্রেনের সামরিক কর্মীরা অবস্থান করছিলেন। তবে স্বাধীনভাবে এই তথ্য যাচাই করা যায়নি।