বাংলাদেশ এগিয়ে গেলেও পাকিস্তান অনেক পিছিয়ে: শাহবাজ
- আপডেট সময় : ০৯:১৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
- / ৪০০ বার পড়া হয়েছে
বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার ব্যাপারে কথা বলতে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশ যখন পাকিস্তানের অংশ ছিল তখন বলা হতো, এটি পাকিস্তানের ওপর একটি বোঝা। কিন্তু ওই বোঝাই এখন অর্থনীতিতে ব্যাপক উন্নতি করেছে। ফলে এখন বাংলাদেশের দিকে তাকালে লজ্জিত হই। কারণ বাংলাদেশ এগিয়ে গেলেও পাকিস্তান এখনো অনেক পিছিয়ে।
পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী সিন্ধে গত বুধবার ব্যবসায়িক নেতাদের এক ফোরামের সঙ্গে বৈঠকের সময় এ কথা বলেন শাহবাজ। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, এ বছরই দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন শাহবাজ। এরপর এই প্রথম বাংলাদেশ নিয়ে কথা বললেন তিনি।
এর আগে ক্ষমতায় থাকার সময় নিজেদের অর্থনৈতিক দুরবস্থা নিয়ে বর্ণনা করার সময় বেশ কয়েকবার বাংলাদেশের কথা উল্লেখ করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনিও বলতেন, পাকিস্তানের চেয়ে বাংলাদেশ ঢের এগিয়ে গেছে।
এবার ব্যবসায়িক নেতাদের সেসব কথাই বললেন শাহবাজ। এ সময় পাকিস্তানের আর্থিক সংকট সমাধানে বেশকিছু পদক্ষেপের কথা বলেন তিনি। এসব পরিকল্পনার প্রশংসা করেন ব্যবসায়ীরা। তবে তারা প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন, যাতে রাজনৈতিক অস্থিরতা কমানো হয়। ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে জোর দেন ব্যবসায়ীরা।
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়েও বেশ আলোচনা হচ্ছে পাকিস্তানে। ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম বলছে, পাকিস্তান চাইছে সম্পর্ক জোড়া লাগাতে।