ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ ১৭ দেশ আবেদন জানিয়েছে। জিম্মিদের মুক্তি দিলে গাজা সংকটের অবসান হবে বলে মনে করা হচ্ছে। কিন্তু হামাস আন্তর্জাতিক এ চাপকে পাত্তা দিচ্ছে না। খবর রয়টার্সের
এক বিবৃতিতে এসব দেশের পক্ষ থেকে বলা হয়েছে, গাজা যুদ্ধের ২০০ দিন অতিক্রম হয়েছে, এমন অবস্থায় আমরা অতিদ্রুত জিম্মিদের মুক্তি দিতে হামাসের প্রতি আহ্বান জানাচ্ছি। বিশ্ব সম্প্রদায়ের এমন আহ্বানকে যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কর্মকর্তা অসাধারণ উপস্থাপন বলে বর্ণনা করেছেন।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় হামাস। ওই হামলায় ১২০০ জনকে হত্যা করা হয়। এ ঘটনার ছয় মাস পর ১৮টি দেশ একযোগে হামাসের প্রতি এমন আহ্বান জানাল। হামাস বলছে, জিম্মি করা ২৫৩ জনের মধ্যে ১২৯ জন তাদের কাছে আছে।
জিম্মিদের মুক্তিদানে ১৮ দেশের মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, অস্ট্রিয়া, ব্রাজিল, বুলগেরিয়া, কানাডা, কলোম্ব, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, সাইবেরিয়া, স্পেন, থাইল্যান্ড ও ব্রিটেন।
বিবৃতিতে এসব দেশের নেতারা জানিয়েছেন, জিম্মিদের মুক্তিদানে আমরা ইসরায়েল ও হামাসে এক টেবিলে বসার জন্য জোর দাবি জানাচ্ছি। জিম্মিদের মুক্তি দিলে দ্রুতই যুদ্ধের সমাপ্তি ঘটবে। এছাড়া গাজায় মানবিক সাহায্য পৌঁছানোর পথ সহজ হবে।
এদিকে হামাসের একজন সিনিয়র নেতা সামি আবু জুহুরি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা এমন বিবৃতিতে প্রভাবিত হব না। বরং মার্কিন যুক্তরাষ্ট্রকে গাজায় আগ্রাসন চালানো বন্ধ করতে চাপ দিতে হবে।