এ মাসেই আরও একটা হিট এলার্ট জারি

- আপডেট সময় : ০৯:০২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
- / ৪৩৯ বার পড়া হয়েছে

চলতি এপ্রিলে আরও একটি হিট এলার্জি জারি করা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসে দেশের তাপমাত্রা কমবে না, বরং বাড়তে পরে বলেও জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।
আজ (শুক্রবার, ২৬ এপ্রিল) সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। তীব্র তাপপ্রবাহে পুড়ছে সারাদেশ।
গরমে ওষ্ঠাগত প্রাণ, গত ২২ এপ্রিল প্রথমবার সারাদেশে ৩ দিনের হিট এলার্ট জারি করে আবহাওয়া অধিদপ্তর। এর পর সারাদেশে তাপমাত্রা না কমায় ২৫ এপ্রিল হিট এলার্টের সময়সীমা ৭২ ঘণ্টা বাড়ানো হয়।
আজ আবহাওয়া অফিস বলছে, এপ্রিলে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের যে তাপমাত্রা আছে তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে আশার খবর এই যে, পরের মাসের শুরুতে অর্থাৎ ২ মের পর থেকে সারাদেশে কালবৈশাখী ঝড়সহ মাঝারি ও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনটাই বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।