ঢাকা ০২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাস্তায় লোক নামলেও বিএনপির আন্দোলন ব্যর্থ হবে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৪৩:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
  • / ৩৯২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় পার্টির একাংশের শীর্ষ নেতা জি এম কাদের বলেছেন, এক কোটি লোক রাস্তায় নামলেও বিএনপির আন্দলন সফল হবেনা, সরকারের পতন হবেনা। আজ শনিবার (২৭শে এপ্রিল) দলের এক বর্ধিত সভায় এমন মন্তব্য করেন তিনি।

তিনি জাতীয় নির্বাচনের আগেই এটা বুঝতে পেরেছিলাম উল্লেখ করে জিএম কাদের বলেন, নির্বাচনের গ্রহণযোগ্যতার জন্য সরকার লালায়িত ছিলো না।

এ সময় সরকারের সমালোচনা জি এম কাদের বলেন, ‘আমাদের অনুগত বিরোধী দল করার চেষ্টা করেছিলো, রাজি হইনি। দর কষাকষিতে কোনও সুযোগ দেয়নি। ২৬ জনের তালিকা দিয়ে প্রচার করা হলেও বাস্তবে জাতীয় পার্টিকে কোথাও ছাড় দেয়া হয়নি।’

তিনি বলেন, জাতীয় পার্টি একটা বৈধ বিরোধী দল হবার জন্যই নির্বাচনে অংশ নিয়েছিলো। মনোনয়ন বাণিজ্য আর সরকারের কাছে টাকা নেওয়ার যে সব অভিযোগ আনা হয়েছে তার সবগুলোই মিথ্যা।

জি এম কাদের বিএনপির প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, দলটি আন্দোলনে পরাস্ত হয়ে এখন নিজেদের দোষ ঢাকার জন্য তাকে অভিযুক্ত করছে।

জাতীয় পার্টির সাবেক এই মন্ত্রী বলেন, ৭ জানুয়ারি নির্বাচনের আগে আমি বিভিন্ন বিদেশি বন্ধুদের সঙ্গে বৈঠকে করে পরিষ্কার বুঝেছি, তিনটি বিদেশি বড় শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এবং নির্বাচন সফল করতে কাজ করে যাচ্ছে। শুধু তারা নয় আরও বেশ কয়েকটি বিদেশি শক্তি এই আওয়ামী লীগের হয়ে কাজ করতে প্রস্তুত।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার, সালমা ইসলামসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

রাস্তায় লোক নামলেও বিএনপির আন্দোলন ব্যর্থ হবে

আপডেট সময় : ০২:৪৩:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

জাতীয় পার্টির একাংশের শীর্ষ নেতা জি এম কাদের বলেছেন, এক কোটি লোক রাস্তায় নামলেও বিএনপির আন্দলন সফল হবেনা, সরকারের পতন হবেনা। আজ শনিবার (২৭শে এপ্রিল) দলের এক বর্ধিত সভায় এমন মন্তব্য করেন তিনি।

তিনি জাতীয় নির্বাচনের আগেই এটা বুঝতে পেরেছিলাম উল্লেখ করে জিএম কাদের বলেন, নির্বাচনের গ্রহণযোগ্যতার জন্য সরকার লালায়িত ছিলো না।

এ সময় সরকারের সমালোচনা জি এম কাদের বলেন, ‘আমাদের অনুগত বিরোধী দল করার চেষ্টা করেছিলো, রাজি হইনি। দর কষাকষিতে কোনও সুযোগ দেয়নি। ২৬ জনের তালিকা দিয়ে প্রচার করা হলেও বাস্তবে জাতীয় পার্টিকে কোথাও ছাড় দেয়া হয়নি।’

তিনি বলেন, জাতীয় পার্টি একটা বৈধ বিরোধী দল হবার জন্যই নির্বাচনে অংশ নিয়েছিলো। মনোনয়ন বাণিজ্য আর সরকারের কাছে টাকা নেওয়ার যে সব অভিযোগ আনা হয়েছে তার সবগুলোই মিথ্যা।

জি এম কাদের বিএনপির প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, দলটি আন্দোলনে পরাস্ত হয়ে এখন নিজেদের দোষ ঢাকার জন্য তাকে অভিযুক্ত করছে।

জাতীয় পার্টির সাবেক এই মন্ত্রী বলেন, ৭ জানুয়ারি নির্বাচনের আগে আমি বিভিন্ন বিদেশি বন্ধুদের সঙ্গে বৈঠকে করে পরিষ্কার বুঝেছি, তিনটি বিদেশি বড় শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এবং নির্বাচন সফল করতে কাজ করে যাচ্ছে। শুধু তারা নয় আরও বেশ কয়েকটি বিদেশি শক্তি এই আওয়ামী লীগের হয়ে কাজ করতে প্রস্তুত।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার, সালমা ইসলামসহ অনেকে।