হামাসের মুখপাত্র খলিল আল হায়া শনিবার (২৭ এপ্রিল) কাতার থেকে দেওয়া এক বিবৃতিতে দাবী করেছেন যে, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত যে প্রস্তাব উত্থাপন করেছিল হামাস, তাতে সাড়া দিয়েছে ইসরায়েল।
হামাস প্রকাশিত ওই বিবৃতিতে মুখপাত্র বলেছেন, আজ ১৩ এপ্রিল মিসরীয় এবং কাতারি মধ্যস্থতাকারীদের কাছে উপস্থাপিত প্রস্তাবের বিষয়ে ইসরায়েলের কাছ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পেয়েছে হামাস।
তবে বিবৃতিতে ইসরায়েলের প্রতিক্রিয়ায় কী কী বলা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
গাজা উপত্যকায় ছয় মাসেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েল-হামাস যুদ্ধে।কয়েকবার যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়ে কোনো সমাধান ছাড়াই স্থগিত হয়ে যায়। আলোচনায় কোনো পক্ষই নিজেদের অবস্থান থেকে নড়তে নারাজ। এর ধারাবাহিকতায় শুক্রবার (২৬ এপ্রিল)মিসরীয় প্রতিনিধি দল আলোচনা করতে ইসরায়েল সফর করেছে।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বৈঠকের বিষয়ে জানান, ৭ অক্টোবর শুরু হওয়া এই সংঘাতের অবসান ঘটাতে এবং হামাস যোদ্ধাদের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির বিষয়ে আলোচনার শুরু করার উপায় খুঁজছেন তারা। ইসরায়েলের কাছে নতুন কোনো প্রস্তাব নেই। তবে তারা সীমিত যুদ্ধবিরতির বিষয়টি বিবেচনা করতে আগ্রহী, যেখানে ৪০ জন জিম্মির পরিবর্তে ৩৩ জনকে মুক্তি দেবে হামাস।
গাজায় চলমান এই সংকটের ইতি টানতে হামাসকে জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ১৭টি দেশ। বৃহস্পতিবার এমন আহ্বান জানায় দেশগুলো। তবে আন্তর্জাতিক চাপের কাছে নতিস্বীকার না করার প্রতিশ্রুতি দিয়েছে হামাস।
শুক্রবার জারি করা একটি বিবৃতিতে হামাস পরিষ্কার জানিয়ে দিয়েছে, তারা শুধু ফিলিস্তিনিদের চাহিদা এবং অধিকারকে মূল্যায়ন করে এমন যে কোনো ধারণা বা প্রস্তাব নিয়ে আলোচনা করতে উন্মুক্ত। সূত্র: আলজাজিরা