ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়েতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:৩৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
- / ৩৯৫ বার পড়া হয়েছে
আগামী সপ্তাহে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ল্যাটিন আমেরিকার সঙ্গে জাপানের সম্পর্ক জোরদার করার অংশ হিসেবে এই সফরে যাচ্ছেন তিনি। খবর এএফপির।
জাপানের প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, এ সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ, ব্রাজিলের নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে ফুমিও কিশিদা সাক্ষাৎ করবেন।
সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি জানান, ‘ব্রাজিল জি২০-এর এবং পেরু এপেক্সের সভাপতিত্ব করছে। জাপান ল্যাটিন আমেরিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার সুযোগ কাজে লাগাতে চায়।
জাপানের বার্তা সংস্থা কিয়োডো নিউজ জানিয়েছে, লুলার সঙ্গে বৈঠকে কিশিদা দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্যে জলবায়ু পরিবর্তনসহ ডিকার্বনাইজেশন ও পরিবেশগত বিভিন্ন বিষয়ে সহযোগিতা চুক্তি রয়েছে।
সংস্থাটি আরও জানায়, ব্রাজিল সফরের আগে বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক সমস্যার সমাধান বিষয়ে আলোচনায় অংশ নিতে কিশিদা ফ্রান্সে ওইসিডি’র বৈঠকে যোগ দেবেন।