যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোতে বন্দুকধারীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার এই বন্দুক হামলার ঘটনা ঘটে।
হান্ড্রেট জেনার স্ট্রিটে দুই ব্যক্তিকে গুলি করা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে যায়। পরে পুলিশ তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। নিহতরা হলেন সিলেটের ইউসুফ ও কুমিল্লার বাবু।
এ ঘটনার পর বাফেলো শহরের বাংলাদেশির মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এছাড়া এ ঘটনায় অপরাধীর বিষয়ে কিছুই জানায়নি পুলিশ। বন্দুক হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে তারা।
দুটি এএমআর অ্যাম্বুলেন্সসহ এক ডজনেরও বেশি জরুরি যান ঘটনাস্থলের কাছে দেখা গেছে। পুলিশ জেনার স্ট্রিট থেকে ইস্ট ফেরি স্ট্রিট পর্যন্ত ঘিরে রেখেছে। ইস্ট ফেরি স্ট্রিটে পুলিশ টেপের ঠিক পিছনে অন্তত ৩০ জন বাসিন্দা জড়ো হয়েছেন। সেই সঙ্গে বিকেল ৩টার পর থেকে একটি হেলিকপ্টার ঘটনাস্থলের ওপর দিয়ে চক্কর দিতে দেখা গেছে।
এ ঘটনার পর এক প্রতিক্রিয়ায় সহিংসতারোধে গঠিত জোট স্টপ দ্য ভায়োলেন্স কোয়ালিশনের নির্বাহী পরিচালক মারে হলম্যান বলেছেন, ‘আদতে বাফেলো খুবই শান্ত শহর।... যখন এরকম কিছু ঘটে তখন এটি দুঃখজনক’।